
খোলা বাজার২৪শুক্রবার, ২৭ মে ২০১৬: বাপ্পি-মাহি দুজন দুজনের খুব ভালো বন্ধু। কিন্তু মাহির বিয়ের খবরটা বাপ্পি নাকি আগে থেকে জানতেন না। বিয়ের খবরটা শুনে তিনি বেশ অবাকই হয়েছেন। বাপ্পি বলেন, মাহির সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। আমরা দুজন দুজনের অনেক ভালো বন্ধু। খুব ঘনিষ্ঠ বন্ধুও বলতে পারেন। সবসময়ই আমাদের মধ্যে যোগাযোগ থাকে। কিন্তু ওর বিয়ের ব্যাপারটা আমি আগে থেকে জানতাম না। এটা ওর সারপ্রাইজ ছিল। আর আসলেই আমি সারপ্রাইজড হয়েছি।’
বাপ্পি মনে করেন, বিয়ের কারণে মাহির সঙ্গে তার সম্পর্কে কোনো পরিবর্তন আসবে না। তারা আগে যেমন বন্ধু ছিলেন, এখনো তেমনই বন্ধু আছেন। ছবিতেও আগের মতোই কাজ করবেন। বৃহস্পতিবার মাহির সঙ্গে ফোনে আমার কথা হয়েছে। তার নতুন জীবনের জন্য আমি শুভকামনা জানিয়েছি। বিয়ের আগে মাহির সঙ্গে আমার যেমন সম্পর্ক ছিল, এখনও তেমনই আছে এবং সামনেও থাকবে। ছবিতেও আমাদের আগের মতোই দর্শক পাবেন। জুনের ১ তারিখ থেকে আমরা নতুন ছবির শুটিং শুরু করতে যাচ্ছি। এছাড়া আরো একটি ছবিতে কাজ করার জন্য কথা চলছে। বাপ্পি-মাহির একটা ক্রেজ ছিল, ক্রেজ আছে এবং সবসময় থাকবে। তাই মাহির সঙ্গে অভিনয় করতে আগে যেমন আমি আগ্রহী ছিলাম এখনো তেমনই আগ্রহী আছি।