খোলা বাজার২৪, শনিবার, ২৮ মে ২০১৬: যুক্তরাষ্ট্রের একজন বিচারক ‘পাইরেটস অব দ্যা ক্যারিবিয়ান’ খ্যাত অভিনেতা জনি ডেপকে তার ‘আলাদা হয়ে যাওয়া’ স্ত্রী অ্যাম্বার হেয়ার্ড এর কাছ থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন।
এ হলিউড অভিনেতার বিরুদ্ধে তার স্ত্রী ‘মারধরের’ অভিযোগ করার পর শুক্রবার লস অ্যাঞ্জেলসের সুপিরিয়র আদালতের বিচারক এ আদেশ দেন বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।
এতে বলা হয়েছে, শুক্রবার আদালতে অ্যাম্বার একটি আলোকচিত্র নিয়ে আসেন যেখানে তার আঘাতপ্রাপ্ত মুখ ও চোখের দেখা মিলেছে।
অভিযোগে বলা হয়েছে, স্বামী-স্ত্রীর ঝগড়ার সময় ডেপ তার মোবাইল ফোন অ্যাম্বারের দিকে ছুঁড়ে মারেন।
আদালত জনি ডেপকে অ্যাম্বারের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দিয়েছে বলে অ্যাম্বারের আইনজীবী জোসেফ কয়েনিগ জানিয়েছেন।
“বিচারক আমাদের জমা দেয়া প্রমাণ বিবেচনায় নিয়ে জনির বিরুদ্ধে আদেশ দিয়েছেন। এ বিষয়ে আরও শুনানি হবে”, বলেন তিনি।
ডেপের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় আঘাত, সজোরে চুল ধরে টানা, চিৎকার করা ও মুখে আঘাত করার অভিযোগ এনেছেন অ্যাম্বার।
অভিযোগপত্রে তিনি লেখেন, “আমি সবসময় ভয়ের মধ্যে থাকতাম যে জনি যে কোন সময় বাড়ি ফিরে আমার উপর শারীরিক ও মানসিকভাবে চড়াও হবে।”
১৫ মাসের সংসারজীবনে বেশ কয়েককবার এ ধরণের ঘটনা ঘটেছে বলেও দাবি এ অভিনেত্রীর।
ডেপের আইনজীবী আদালতকে জানান, তার মক্কেল দুইজনের আলাদা থাকার বিষয়ে সম্মত হয়েছেন।
ব্যান্ড দল ‘হলিউড ভ্যাম্পায়ার’-র সঙ্গে ডেপ বর্তমানে পর্তুগাল সফর করছেন।
গেল সপ্তাহে বিচ্ছেদের আবেদন করেন অ্যাম্বার। আবেদনে ডেপের সঙ্গে ‘শত্রুভাবাপন্ন পার্থক্য’ চলছে দাবি করে অ্যাম্বার দুজনের দাম্পত্য সম্পর্কের ইতি টানার অনুমতি চান।
৫২ বছর বয়সী ‘ক্যাপ্টেন জ্যাক স্প্যারো’র সঙ্গে ২০১১ সালে ‘দ্য রাম ডায়েরি’ সিনেমার সেটে পরিচয় হয়েছিল অ্যাম্বারের। সে সময় ফরাসী মডেল ভ্যানেসা প্যারাডিসের সঙ্গে সম্পর্ক ছিল ডেপের।
১৯৮৩ সালে জনি ডেপ প্রথমবার লরি অ্যানে অ্যালিসনকে বিয়ে করেছিলেন। সেই বিয়ে টিকেছিল দুই বছর। গত শতকের নব্বইয়ের দশকে উইনোনা রাইডার এবং সুপার মডেল কেট মসের সঙ্গেও ডেপের প্রেমের সম্পর্ক ছিল।