Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

25খোলা বাজার২৪, সোমবার, ৩০ মে ২০১৬: বলিউড বাদশা শাহরুখ খানের এ যাবৎকালের সব ছবিই হিটের তালিকায় উঠেছে। বিশেষ করে বলিউডে নতুন যারা কাজ করছেন তাদের মধ্যে অনেকেই তারকা খ্যাতি পেয়েছেন তারই হাত ধরে। তাদেরই একজন আনুশকা শর্মা।
২০০৮ সালে ‘যাব তাক হ্যায় জান’ ছবিতে শাহরুখের সঙ্গে কাজ করেই ব্যাপক আলোচিত হন তিনি। এরপর ‘রব নে বানাদি জুড়ি’ ছবি আনুশকাকে এনে দেয় অভাবনীয় সাফল্য। সেই ধারাবাহিকতায় এবার শাহরুখের সঙ্গে তৃতীয় ছবিতে কাজ করতে চলেছেন এ অভিনেত্রী।
ইমতিয়াজ আলির পরিচালনায় নতুন এ প্রজেক্টে বলি বাদশার নায়িকা হিসেবে এরই মধ্যে আনুশকার নাম চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে। টাইমস অব ইন্ডিয়ার এক খবরে প্রকাশ হয়েছে, নাম ঠিক না হওয়া এ ছবিতে আগে দীপিকা পাড়ুকোনের অভিনয়ের কথা থাকলেও পরে আনুশকার নাম উঠে আসে। গত ৬-৭ বছরে শাহরুখ দুজনকে নিয়ে অভিনয় করে সফল হলেও পরিচালকের বিশেষ পছন্দের কারণে আনুশকাই সুযোগটি পাচ্ছেন বলে জানা গেছে। এদিকে বর্তমানে ‘সুলতান’ ছবির কাজ নিয়ে ব্যস্ত আছেন আনুশকা। ছবিটির কাজ শেষ হলেই ইমতিয়াজ আলির পরিচালনায় শাহরুখের সঙ্গে তৃতীয়বারের মতো জুটি বাঁধবেন তিনি।