Tue. Sep 23rd, 2025
Advertisements

Bagerhat Photo- 2 (04.06.16)খোলা বাজার২৪, শনিবার, ০৪ জুন ২০১৬ : বাগেরহাটে অনুষ্ঠিত হল দিন ব্যাপী জাতীয় শুদ্ধাচার কৌশাল শীর্ষক কর্মশালা। মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মন্ত্রি পরিষদের ভারপ্রাপ্ত সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আবদুস সামাদ। বাগেরহাটে জেলা প্রশাসকের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ জাহাংগীর আলম। এসময় বক্তৃতা করেন পুলিশ সুপার মোঃ নিজামুল হক মোল্যা, সিভিল সার্জন অরুন কুমার মন্ডল, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোঃ কামরুজ্জামান, মোড়েলগঞ্জ উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহী আলম বাচ্চু, শিক্ষাবিদ অধ্যাপক মোজাফ্ফর হোসেন প্রমুখ। কর্মশালায় জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগন, উপজেলা নির্বাহী অফিসার গন, প্রধান শিক্ষক, এনজিও প্রতিনিধি, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুধিসমাজের প্রতিনিধি গন অংশ গ্রহন করেন।