Wed. Sep 17th, 2025
Advertisements

Bagerhat Photo (04.06.2016)Sখোলা বাজার২৪, শনিবার, ০৪ জুন ২০১৬ : বাগেরহাট : ডেসটিনির ৪৫ লাখ পরিবারকে স্বাভাবিক জীবন-যাপনে সহযোগীতা করা, ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক ডেসটিনির সম্পাদক মোহাম্মদ রফিকুল আমীন এর নিঃশর্ত মুক্তি ও ২৬ লক্ষ বিনিয়োগকারীদের জীবন রক্ষার্থে ডেসটিনির ব্যবসা প্রতিষ্ঠান চালু করার দাবীতে বাগেরহাটে মনববন্ধন করেছে ডেসটিনির বিনিয়োগকারী ও ক্রেতা পরিবেশকবৃন্দ। শনিবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপি এ মানবন্ধন কর্মসূচী পালিত হয়। এসময় মানববন্ধনে ডেসটিনির বিনিয়োগকারী ও ক্রেতা পরিবেশকের পক্ষ বক্তৃতা করেন, আলী আকবর মিন্টু, খন্দকার আকমল উদ্দিন সাখি, ইয়াসির আরাফাত নিপু, আব্দুল্লাহ আল ইমরান, মোস্তাফা কামাল, তরিকুল ইসলাম, মনির হোসেন, অনুপ বিশ্বাস, তাপস কুমার শিল, পিজুস কান্তি বিশ্বাস প্রমুখ। মানববন্ধনে বক্তব্যবক্তারা বলেন, ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীনসহ সকল কর্মকর্তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তি দেয়ার দাবী করেন। বক্তারা ডেসটিনির সকল সমস্যার দ্রুত সমাধানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করে বলেন, আমরা রাজনীতি করিনা, আমরা রাজনীতি বুঝিনা, আমরা ডেসটিনিতে ভালো ছিলাম, আমরা আবার ডেসটিনিতে কাজ করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী আপনি ৪৫ লক্ষ পরিবারকে বাঁচান।##
চিকিৎসকসহ লোকবল অভাব