Thu. Sep 18th, 2025
Advertisements

9kখোলা বাজার২৪, রোববার, ০৫ জুন ২০১৬ : ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে রোববার বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
রোববার সকালে অধিদফতরের এক পূর্বাভাসে একথা জানানো হয়।
এতে বলা হয়, রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, উল্লেখিত সময়ে রাজশাহী, পাবনা, দিনাজপুর, নওগা ও কুড়িগ্রাম অঞ্চলসমূহের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
এছাড়া সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।