Wed. Sep 24th, 2025
Advertisements

10kখোলা বাজার২৪, রোববার, ০৫ জুন ২০১৬ : এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানমের হত্যাকাণ্ডের জন্য প্রাথমিকভাবে ‘জঙ্গি গোষ্ঠী’কে দায়ী করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল।
আজ রোববার চট্টগ্রামের সাতকানিয়ার বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে অনুষ্ঠিত হয় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৮৮তম ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান। সেখানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
এ হত্যাকাণ্ডকে পৈশাচিক উল্লেখ করে আসাদুজ্জামান খান বলেন, বাবুল আক্তার একজন সৎ, নির্ভীক ও পরিশ্রমী অফিসার। তিনি দীর্ঘদিন ধরে জঙ্গি দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁকে না পেয়ে তাঁর স্ত্রীকে টার্গেট করা হয়েছে। এটি অত্যন্ত পৈশাচিক, নৃসংশ ও ঘৃণিত হত্যাকাণ্ড। এর উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এবং খুনিদের অবশ্যই চিহ্নিত করা হবে। মূল কারণ খুঁজে বের করতে গোয়েন্দারা কাজ করছে।
যেসব পুলিশ কর্মকর্তা জঙ্গি দমনে কাজ করছেন, তাঁদের পরিবার-পরিজনদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। এ বিষয়ে মন্ত্রী বলেন, ‘এটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা এদের পরিবারকে সুরক্ষা দেব।