Thu. Sep 18th, 2025
Advertisements

20kখোলা বাজার২৪, রোববার, ১২ জুন ২০১৬: জয় দিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপ শুরু করেছে সুইজারল্যান্ড। ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আলবেনিয়াকে ১-০ গোলে হারিয়েছে তারা।
শনিবার ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যায় সুইজারল্যান্ড। জারদান শাকিরির কর্নার বিপদমুক্ত করতে গিয়েছিলেন আলবেনিয়ার গোলরক্ষক, কিন্তু ব্যর্থ হন। হেডে বল জালে জড়িয়ে সুইজারল্যান্ডকে লিড এনে দেন স্কাচার।
পিছিয়ে পড়ার পর ৩৮ মিনিটে আরেকটি ধাক্কা খায় আলবেনিয়া। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন লরিক ক্যানা।
দ্বিতীয়ার্ধে গোল শোধের নেশায় মরিয়া ছিল আলবেনিয়া। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার তিন মিনিট আগে ভালো একটি সুযোগও পেয়েছিল তারা। তবে সুইজারল্যান্ডের ত্রাতা হয়ে দেখা দেন গোলরক্ষক ইয়ান সোমার।
মজার ব্যাপার হলো, আলবেনিয়া স্কোয়াডের ১০ জন খেলোয়াড়ের জন্ম এবং বেড়ে ওঠা সুইজারল্যান্ডে! এর মধ্যে সাত জন আবার সুইজারল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলেছেনও।
এ ছাড়া সুইজারল্যান্ডে জন্ম নেওয়া দুই ভাই রাগিপ শাকা ও গ্রানিট শাকা খেললেন দুই দলের হয়ে। রাগিপ আলবেনিয়ার হয়ে আর গ্রানিট সুইজারল্যান্ডের। ইউরোর ইতিহাসে দুই ভাই মুখোমুখি দুই দলের হয়ে খেলার ঘটনা এটাই প্রথম।