Sun. Sep 21st, 2025
Advertisements

31খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৪ জুন ২০১৬: আজ ১৪ জুন, গুগলের হোমপেজে কার্ল ল্যান্ডস্টেইনার এর প্রতি সম্মাননা জানিয়ে ডুডল প্রদর্শিত হচ্ছে। জীববিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনাররের আজ ১৪৮তম জন্মবার্ষিকী। আপনি হয়তো এই বিজ্ঞানীর নামের সঙ্গে পরিচয় নাও থাকতে পারেন, কিন্তু তার উদ্ভাবনের সঙ্গে খুবই পরিচিত!
কারণ রক্ত দিন, জীবন বাঁচান- এই যে কথাটি, এটা কিন্তু সম্ভব হয়েছে জীববিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনারর এর কারণেই।
দূর্ঘটনায় কারো শরীর থেকে রক্ত অতিরিক্ত ঝরে গেলে, তার জীবন বাঁচাতে রক্তের বিকল্প নেই। সহজেই রক্তদানের মাধ্যমে মূমূর্ষ বা মৃত্যুপথযাত্রী অন্য মানুষের জীবন বাঁচাতে পারবেন। কিন্তু জীবন বাঁচানোর জন্য সেই রক্ত কী আপনি দিতে পারবেন, যদি রোগীর রক্তের সঙ্গে আপনার রক্তের গ্রুপ ম্যাচ না করে। কেননা অন্য গ্রুপের রক্ত দিলে রোগীর অবস্থা আরো ভয়াবহ হতে পারে।
সুতরাং খুব মূল্যবান রক্তের গ্রুপের আবিষ্কারকই হচ্ছেন কার্ল ল্যান্ডস্টেইনার। ৩৩ বছর বয়সে ১৯০১ সালে তিনিই প্রথম রক্তের যে ‘এ’, ‘বি’, ‘এবি’ এবং ‘ও’ গ্রুপ রয়েছে তা আবিষ্কার করেন। তার এই আবিস্কারের ফলেই গ্রুপ অনুযায়ী রক্ত ডোনেট করা করে বহু মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হচ্ছে।
রক্তের গ্রুপ আবিষ্কারের ফলে চিকিৎসকরা পরীক্ষা করে দেখতে পারছেন যে, দাতার রক্ত রোগীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা, যা রক্তদান প্রক্রিয়াটিকে করে তুলেছে অনেক নিরাপদ।
১৯০১ সালে কার্ল ল্যান্ডস্টেইনার রক্তের গ্রুপ আবিষ্কারের আগে থেকেই মানবদেহে রক্ত আদান-প্রদানের পরীক্ষা চলছিল। তখন অন্য প্রাণীর রক্ত মানবদেহে কিংবা মানবদেহের রক্ত মানবদেহে নিলে বেশিরভাগ ক্ষেত্রেই তা ব্যর্থ ছিল, ঘটনাক্রমে হয়তো সফলতা মিলতো।
যুগান্তকারী এই আবিষ্কারের জন্য ১৯৩০ সালে নোবেল পুরস্কার পান কার্ল ল্যান্ডস্টেইনার। এছাড়া অন্যান্য জীবনরক্ষাকারী চিকিৎসা আবিষ্কারের জন্যও পরিচিত তিনি। চিকিৎসক আরউইন পপারের সঙ্গে যৌথ গবেষণায় তিনি ১৯০৮ সালে পোলিওর ভাইরাস আবিষ্কার করেন, যা পরে পোলিওর টিকা আবিষ্কারের পথ করে দিয়েছিল।
কার্ল ল্যান্ডস্টেইনার ১৮৬৮ সালের ১৪ জুন ভিয়েনায় জন্মগ্রহণ করেন এবং ১৯৪৩ সালের ২৬ জুন ৭৩ বছর বয়সে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মৃত্যুবরণ করেন।
আজকের গুগলের ডুডলে দেখা যাচ্ছে, একটি টেবিলের পাশে দাঁড়িয়ে রয়েছেন কার্ল ল্যান্ডস্টেইনার। টেবিলের ওপর রয়েছে একটি মাইক্রোস্কোপ ও চারটি টেস্টটিউব। টেস্টটিউবগুলোতে রয়েছে বিভিন্ন গ্রুপের রক্ত। কোনটি কোন গ্রুপের রক্ত তা বোঝাতে দেওয়া হয়েছে রক্তের ফোঁটা। ডুডলটিতে ক্লিক করলে গুগলের সার্চে পেজে পাওয়া যাবে কার্ল ল্যান্ডস্টেইনারের তথ্যসমৃদ্ধ সাইটগুলো।