Tue. Sep 23rd, 2025
Advertisements

32খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৪ জুন ২০১৬: কাপড় চোপড় ধোয়া যতোটা ঝামেলার সে হিসেবে কাপড় ইস্ত্রি করে ভাঁজ করাও কম ঝামেলা না। প্রযুক্তির কল্যাণে কাপড় ধোয়ার ঝামেলা অনেক আগেই মিটে গেছে। বিকল্প হিসেবে এসেছে ওয়াশিং মেশিন। তবে ওয়াশিং মেশিন তো আর আপনার কাপড় ইস্ত্রি করে ভাঁজ করে দেবে না। চিন্তা নেই! আধুনিক বিশ্বে কাপড় ইস্ত্রি আর ভাঁজ করার জন্যও আবিষ্কিৃত হয়েছে রোবট।
এক আদেশেই ভাঁজ হয়ে যাবে আপনার পোশাক। শুধু তাই নয় হয়ে যাবে ইস্ত্রিও। এ যেনো জাদুর কারিগর! এই রোবটটি দেখতে অনেকটা চার কোণা বাক্সের মতো। রোবটটির নাম ‘ফোল্ডি ফ্রেন্ড’।
রোবটটির নির্মাতা জানান যে, ফোল্ডিং ফ্রেন্ড মেশিনটি কাপড় ভাঁজ করতে দক্ষ। মেশিনটির দৈর্ঘ্য ৩২ ইঞ্চি ,প্রস্থ ২৮ ইঞ্চি এবং ওজন সাড়ে ২৯ কেজি।এই রোবটটিকে বাড়ির যেকোনো স্থানে রাখা যাবে।
বিশেষ কিছু সুইচ রয়েছে ফোল্ডি ফ্রেন্ডে । যেভাবে আপনি পোশাক ভাঁজ করতে চান সেভাবেই ভাঁজ করে দেবে রোবটটি । কাপড়ের ধরন, ফুল হাতা না কি নাকি হাফ হাতা তাও শনাক্ত করতে পারবে রোবটটি।
২০১৭ সালের মধ্যেই ক্রেতাদের হাতে রোবটটি তুলে দিতে পারবেন বলে আশা করছেন নির্মাতা প্রতিষ্ঠানটি।