খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৪ জুন ২০১৬: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডো শহরে সমকামীদের একটি নাইট ক্লাবে গত শনিবার এক বন্দুকধারীর গুলিতে ৫০ জন নিহত হয়। এই ঘটনায় গোটা বিশ্ববাসী স্তব্ধ ও শোকাহত। ব্রিটিশ গায়িকা অ্যাডেল রবিবার বেলজিয়ামে অনুষ্ঠিত তাঁর পুরো কনসার্টটি সেই হামলায় নিহতদের উৎসর্গ করেছেন। এ সময় আবেগপ্রবণ হয়ে পড়েন এই তারকা।
গান শুরু করার আগে শ্রোতাদের উদ্দেশে অ্যাডেল বলেন, ‘ আজ রাতের পুরো অনুষ্ঠান আমি অরল্যান্ডোর সেই নাইট ক্লাব ‘পালস’-এর সবার জন্য উৎসর্গ করছি। ‘ একথা বলেই কান্নায় ভেঙে পড়েন দশবার গ্র্যামি পুরস্কারজয়ী এই গায়িকা।
তিনি আরও বলেন, ‘এই ঘটনায় আমি ভীষণ কষ্ট পেয়েছি। ‘
মার্চ মাসে ব্রাসেলসে সন্ত্রাসী হামলায় নিহতদের জন্য তাঁর লন্ডনের একটি কনসার্ট উৎসর্গ করেছিলেন অ্যাডেল। ইয়াহু সেলেব্রিটি।