Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

38খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৪ জুন ২০১৬: শিল্পী রায়হান রিজন ও অরুণী হকের যৌথসুরে “আদর” গানটি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। হিট গানের শীর্ষে রয়েছে এটি। গানটিতে মডেল হয়েছেন মেহেদী ও জেরিন। ভিডিও পরিচালনায় পনির খান।
“আদর” গানখানা খুব অল্প সময়ের মধ্যে দর্শক-শ্রোতা-ভক্তদের মনে হিট করতে সক্ষম হয়েছে। গত মাসে ইউটিউবে গানের ভিডিও আপলোড করা হয়। ভিডিওটা অনেকেই দেখেছেন। এক মাসের মধ্যে দর্শকের সংখ্যা ১ লাখ ৩৮ হাজার ছাড়িয়ে গেছে। এছাড়া ফেসবুক, বিজ্ঞাপন চ্যানেল ও অন্যান্য মাধ্যমের বদৌলতেও ভিডিওটা দেখা যাচ্ছে।
এর আগে ওয়াহিদ সাহিন ও রায়হান রিজনেরযৌথসুরে বাজারে আসে বিয়ের গান ‘কনের বিয়ে’। আবির ফয়সালের সুর ও কথা অবলম্বনে লেবেল মিডিয়া প্লান ‘জান পাখি’ নামে রায়হান রিজনেরএকটি এ্যালবামও বের হয়।
ওয়াহিদ সাহিনের কম্পোজিশনে রায়হান রিজনের গানগুলো ইতোমধ্যে নতুন প্রজন্মের শ্রোতাদের মন জয় করেছে। মিক্স এ্যালবামে তার ৪ টি জনপ্রিয় গান নতুন ধারার শ্রোতাদের মাঝে বেশ সাড়া জাগিয়েছে।

কাপাসিয়ার কৃতি সন্তান জনপ্রিয় কন্ঠশিল্পী রায়হান রিজনের ইচ্ছা, গান গেয়ে তিনি সবার মাঝে বেঁচে থাকতে চান।
কাপাসিয়া ডিগ্রি কলেজের মেধাবী ছাত্র রায়হান রিজন কাপাসিয়া সদর ইউনিয়নের বানার হাওলা গ্রামের বিশিষ্ট সমাজ সেবক মতিউর রহমানের পুত্র। শিল্পী কামরুল আহসান সুমনের হাত ধরেই গানের জগতে তার এগিয়ে চলা। জনপ্রিয় চলচিত্র অগ্নি-২ এর কন্ঠশিল্পী ইয়াসমিন লাবন্যের সাথে রায়হান রিজন দৈতকন্ঠে গান করেছেন। গানের জগতে তার এগিয়ে চলার পথে সংশ্লিষ্ট সকলের কাছে তিনি কৃতজ্ঞ এবং এলাকাবাসির নিকট দোয়া চেয়েছেন।