Wed. Sep 17th, 2025
Advertisements

24kখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৬ জুন ২০১৬: বলিউডের জনপ্রিয় জুটির মধ্যে অন্যতম ইমরান হাশমি এবং মল্লিকা শেরাওয়াত জুটি। মার্ডার সিনেমায় তাদের চুম্বন দৃশ্যটি আজও চর্চিত বিষয়।
এ দিকে সিনেমায় চুম্বন দৃশ্যের জন্য পরবর্তীতে ‘সিরিয়াল কিসার’ তকমা পেয়েছেন ইমরান হাশমি। তার সঙ্গে চুমুর দৃশ্যে অভিনয় করতে অনেকেই মুখিয়ে থাকেন।
তবে ইমরান হাশমির সঙ্গে মল্লিকা শেরাওয়াতের চুমুর অভিজ্ঞতা সম্ভবত সুখকর হয়নি। এক সময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও পরবর্তীতে তাদের সম্পর্ক খারাপ হয়ে যায়। মল্লিকার সঙ্গে চুমুর অভিজ্ঞতা হাশমির কাছে জানতে চাইলে তিনি জানান, মল্লিকা ভালো কিসার নন।
এদিকে এক সাক্ষাৎকারে ইমরানের সঙ্গে চুমু খাওয়ার অভিজ্ঞতা নিয়ে হিস সিনেমা খ্যাত অভিনেত্রী মল্লিকা জানান, ইমরানের সঙ্গে চুমু খাওয়ার চেয়ে সাপকে চুমু খাওয়া ভালো।