Tue. Sep 23rd, 2025
Advertisements

46খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৬ জুন ২০১৬: দুজনের নাম প্রায় এক। একজন শাকিব খান। আরেকজন সাকিব আল হাসান। প্রথমজন দেশের নাম্বার ওয়ান নায়ক। আর দ্বিতীয়জন বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার।
দুই ভূবনের এই দুই সুপারস্টারকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। তবে দুজনের ভক্তকূলের জন্য রয়েছে একটি সুখবর। আসছে ঈদে শাকিব খান ও সাকিব আল হাসান দুজনই হাজির হচ্ছেন এক পর্দায়। স্যাটেলাইট চ্যানেল একুশে টিভিতে একটি অনুষ্ঠানে দেখা যাবে।
আজ সকাল থেকে চ্যানেল নাইন স্টুডিওতে নাম ঠিক না হওয়া এ অনুষ্ঠানটির রেকর্ডিং চলছে। মাসুদুজ্জামান সোহাগের প্রযোজনায় এটি উপস্থাপনা করছেন ফারহানা নিশো। অনুষ্ঠানটি শাকিব ও সাকিব তাদের ক্যারিয়ার নিয়ে কথা বলবেন। সে সঙ্গে থাকছে ব্যাক্তিগত জীবনের মজার মজার গল্পও। পাশাপাশি আড্ডার ফাঁকে দুজন খেলায় অংশ নেবেন। সাপলুডু খেলা, গ্লাসে পানি ভরা ও বেলুন ফুটানো খেলতে দেখা যাবে শাকিব খান ও সাকিব আল হাসানকে।