খোলা বাজার২৪, শুক্রবার, ১৭ জুন ২০১৬: শাকিব খানের ‘রানা পাগলা’ ছবিটির সেন্সর শো হয়েছে বুধবার বিকালে। ছবিটি আনকাট সেন্সর পেতে গেলেও ছবির নাম নিয়ে ক্ষেপেছেন ঢালিউড কিং। ছবিটির আগের নাম ছিল ‘মেন্টাল’।
সেন্সর শোর আগে বোর্ডকে নামের ব্যাপারে আপত্তি জানিয়ে চিঠিও দিয়েছেন শাকিব। এবার তথ্য মন্ত্রনালয়ে চিঠি দিতে যাচ্ছেন তিনি। বৃহস্পতিবার সকাল নাগাদ চিঠিটি মন্ত্রনালয়ে পৌঁছে যাবার কথা। আর এই খবরটি নিশ্চিত করেছেন শাকিব খানের ঘনিষ্ঠ একটি সূত্র ও ছবিটির প্রযোজক পারভেজ চৌধুরী।
ব্যক্তি জীবনে শাকিব খানের নাম মাসুদ রানা। আর এই ছবিটিতেও নাম রানা। তবে ছবির চরিত্রের নাম নিয়ে আপত্তি না থাকলেও ছবির নাম নিয়ে শাকিবের বক্তব্য, “এ ধরনের নাম আমার ব্যক্তি ইমেজের জন্য ক্ষতিকর। মানুষ আমাকে নিয়ে হাসি-ঠাট্টা করতে পারে। তাই আমি আপত্তি জানিয়েছি। যেহেতু সেন্সর বোর্ড থেকে তেমন কিছু হয়নি তাই আমি মন্ত্রনালয়ে চিঠি দিচ্ছি। আশা করি মন্ত্রনালয় আমার বক্তব্য বিবেচনা করবে।”
শাকিব আরো বলেন, “সরকারী নিয়ম অনুযায়ী ছবির ইংরেজি নাম রাখা যাবে না এমন নিয়ম করা হয়েছে ২০১৫ সালে। কিন্তু ছবির নাম নিবন্ধন করা হয়েছে ২০১৪তে। সে অনুযায়ী প্রযোজক কেন হুট করে নাম পরিবর্তন করে সেন্সর জমা দিল সেটা আমার বুঝে আসে না।”
ছবিটির প্রযোজক পারভেজ চৌধুরী বলেন, “ছবির যেহেতু ইংরেজি নাম রাখা যাবে না, তাই আমরা বাংলায় ‘রানা পাগলা’ নামটি পরিচালক সমিতিতে নতুন করে নিবন্ধন করিয়ে সেন্সরে জমা দিই। আর এই নামটি রাখার কারণ ছবিতে শাকিব ভাইয়ের চরিত্রের নাম ‘রানা’। যার সাথে নামটি মানানসই। আইনগত ঝামেলা না থাকলে আমি ‘মেন্টাল’ নামটিই রেখে দিতাম।”
উল্লেখ্য ‘রানা পাগলা’ ছবিটি সেন্সরে জমা পড়ে গত ৮ জুন। শামীম আহমেদ রনি পরিচালিত ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, তিশা, আঁচল, পড়শী। বাংলা এক্সপ্রেস প্রযোজিত ছবিটি এ ঈদে মুক্তির প্রস্তুতি নিচ্ছে। এই ঈদে শাকিব খান অভিনীত আরো দুটি ছবি আসার প্রস্তুতি নিচ্ছে মোস্তফা কামাল রাজের ‘সম্রাট’ও জাকির হোসেন সীমান্তের ‘শিকারী।