খোলা বাজার২৪, শুক্রবার, ১৭ জুন ২০১৬: জাতীয় সংসদের ময়মনসিংহ-৩ গৌরিপুর আসনের উপ-নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে প্রার্থী হতে চেয়েছিলেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। গত বুধবার (১৫ জুন) সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী লীগের ধানমণ্ডিস্থ কার্যালয় থেকে মনোনয়ন পত্রও সংগ্রহ করেন তিনি। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় নাজিমউদ্দিন আহমেদকে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেব ঘোষণা করা হয়।
এদিকে দলীয় মনোনয়ন ছাড়া নির্বাচন করবেন না জ্যোতি। এমনটাই জানালেন তিনি। এই অভিনেত্রী বলেন, ‘এলাকার মানুষের ভালোবাসার মূল্য দিতেই মনোনয়নপত্র জমা দিয়েছিলাম। দল থেকে যাকে যোগ্য মনে করা হয়েছে তাকেই মনোনয়ন দেওয়া হয়েছে। দলীয় সিদ্ধান্তের বাইরে আমি যাব না।’
উল্লেখ্য, গত ২ মে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের সংসদ সদস্য ডা. ক্যাপ্টেন (অব.) মজিবর রহমান ফকিরের মৃত্যুর পর গৌরীপুর আসনটি শূন্য হয়। তফসিল অনুযায়ী আগামী ১৮ জুলাই গৌরীপুর শূন্য আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরই পরিপ্রেক্ষিতে শূন্য আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন জ্যোতি।
জ্যোতি আরও বলেন, ‘নাজিমউদ্দিন ভাই দলীয় সমর্থন পেয়েছেন। এতে আমি খুব খুশি। উনি অনেক সিনিয়র একজন মানুষ। তার জন্য আমার শুভকামনা থাকলো।’
অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি টেলিভিশন ও চলচ্চিত্রে সমানতালে অভিনয় করে দর্শকনন্দিত হয়েছেন। পাশাপাশি যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সৃষ্ট আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা রেখেছিলেন।