Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

7খোলা বাজার২৪,শনিবার, ১৮ জুন ২০১৬: প্রথমে ট্রেইলার নিয়ে আলোচনা-সমালোচনা। তারপর পেহলাজ নিহালনির সেন্সর বোর্ড বনাম অনুরাগ কশ্যপসহ পুরো বলিউডের যুদ্ধ। তারপরে আদালত থেকে ছাড়, আবার মুক্তির দুদিন আগেই অনলাইনে ফাঁস হয়ে যাওয়া। অবশেষে মুক্তি পেল ‘উড়তা পাঞ্জাব’! এত ঝড়ঝাপ্টা পেরিয়ে ছবির বক্স-অফিস ভাগ্য নির্ধারণ হতে আরো কয়েকদিন তো লাগবে। তবে বলিউডের নামিদামি তারকাদের দারুণ প্রশংসা পেয়েছে ছবিটি এরই মধ্যে।
দিয়া মির্জা, প্রীতি জিনতা, অদিতি রাও হায়দরি, ভূমি পেড়নেকার, গৌরি শিন্ডে, পূজা ভাট, ভিকি কৌশল, আরশাদ ওয়ার্সি, মহেশ ভাট, নীরাজ ঘাওয়ান টুইটারে প্রশংসা করেছেন ছবিটির।
আদালতের কাছ থেকে ছাড় পাওয়ার আগে ‘উড়তা পাঞ্জাব’-এর নির্মাতাদের ৯০টির মতো ‘কাট’-এর নির্দেশ দিয়েছিল ভারতীয় চলচ্চিত্র সেন্সর বোর্ড। এতে ক্ষুব্ধ হয়ে নির্মাতাদের পক্ষ থেকে আদালতে নালিশ জানানো হয়। পরে মুম্বাই হাইকোর্টের রায়ে একটিমাত্র ‘কাট’-এই ছাড় পেয়ে যায় ছবিটি। দুদিন আগে ছবিটির একটি ‘সেন্সর কপি’ অনলাইনে ফাঁস হয়ে যায়। এ সময় ছবির তারকা শহিদ কাপুর এবং আলিয়া ভাট ছাড়াও আমির খান, প্রিয়াঙ্কা চোপড়া, করণ জোহরের মতো বলিউড সেলিব্রিটিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের অনুরোধ করেন ছবিটি সিনেমা হলে গিয়ে দেখতে এবং পাইরেসির বিরুদ্ধে রুখে দাঁড়াতে।
‘উড়তা পাঞ্জাব’ ছবিতে শহিদ কাপুরকে একজন মাদকাসক্ত রকস্টার, আলিয়া ভাটকে একজন বিহারি অভিবাসী, কারিনা কাপুরকে একজন চিকিৎসক এবং দিলজিৎ দোসাঞ্জকে একজন পুলিশ সদস্যের ভূমিকায় দেখা যাবে। ছবিটি পরিচালনা করেছেন অভিষেক চৌবে।