খোলা বাজার২৪,শনিবার, ১৮ জুন ২০১৬: নব্বইয়ের দশকে বলিউডে ঝড় তোলা নায়িকা মমতা কুলকার্নি। অভিনয় ছেড়েছেন অনেকদিন হলো। এবার মাদক পাচার মামলায় তাকে অভিযুক্ত করেছে মুম্বাইয়ের থানে পুলিশ।
গত এপ্রিলে প্রায় ২ হাজার রুপি সমমূল্যের মাদক জব্দ করেছিল পুলিশ। এ মাদক চোরাচালানের দায়েই অভিযুক্ত করা হয়েছে মমতাকে।
থানের পুলিশের পক্ষ থেকে পরমবীর সিং বলেন, ‘মমতা কুলকার্নির স্বামী ভিকি গোস্বামী আগে থেকেই অভিযুক্ত। নতুন তথ্য প্রমাণাদিতে মমতাও এখন অভিযুক্ত।’ সিং আরো জানান তারা খুব শিগগিরই মমতা কলকার্নির বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করবেন। তিনি বলেন, ‘আমরা সিবি আই-এর মাধ্যমে ইন্টারপোলের কাছে মমতা কুলকার্নির গ্রেপ্তারী পরোয়ানা পাঠাব।’
পরমবীর সিং আরো জানান, পুলিশ সন্দেহ করছে মাদক চোরা কারবারির সঙ্গে বলিউডের অনেক ব্যক্তি জড়িত থাকতে পারেন। এ বিষয়ে তিনি বলেন, ‘মমতা কলকার্নি এবং ভিকি গোস্বামীর সঙ্গে বলিউডের কয়েকজন ব্যক্তির জড়িত থাকার ব্যাপারে তদন্ত করা হচ্ছে।’
এর আগে ২০১৪ সালের নভেম্বরে মাদক চোরাচালানের অভিযোগে কেনিয়ার পুলিশের কাছে স্বামীর সঙ্গে আটক হয়েছিলেন মমতা কুলকার্নি। ১৯৯২ সালে তিরাঙ্গা সিনেমার মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন তিনি। প্রথম সিনেমাতেই বাজিমাত। এরপর একে একে অর্ধশতাধিক সিনেমাতে অভিনয় করেন। একইসঙ্গে নিজের প্রাণবন্ত ও খোলামেলা উপস্থিতিরমাধ্যমে সমালোচিতও হন।
পর্দায় মমতার দুঃসাহসিক দৃশ্যে অভিনয় দেখে অবাক না হয়ে পারেননি অনেকেই। শুধু সিনেমাতেই নয়, স্টারডাস্ট ম্যাগাজিনে টপলেস হয়ে পোজ দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।