Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

9খোলা বাজার২৪, রবিবার, ১৯ জুন ২০১৬: অভিনেত্রী শায়লা সাবি গুরুতর আহত হয়েছেন। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
রাত সাড়ে ১২টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের রক্তাক্ত একটি ছবি পোস্ট করেন শায়লা সাবি। স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘দুর্ঘটনা, শুটিং নয় সত্যি।’
শায়লার সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি। কিছুক্ষণ পর স্ট্যাটাসের কমেন্টে ত্রয়ী ইসলাম নামের ঘনিষ্ঠ একজন জানান, ঘরের ড্রেসিং টেবিল মেরামত করার সময় একপাশের তাক থেকে কাচ খুলে শায়লা সাবির ওপর পড়লে মারাত্মক আঘাত পান তিনি। তার কপালে কাচ ঢুকেছে।
জানা গেছে, শায়লার কপালে বেশ কয়েকটি সেলাই দিতে হবে। স্ট্যাটাসে স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। ‘চ্যানেল আই সেরা নাচিয়ে ২০১২’ প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি পান শায়লা সাবি। এরপর থেকে টিভি নাটক, টেলিছবি, চলচ্চিত্র ও বিজ্ঞাপনে নিয়মিত কাজ করছেন তিনি।
ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় ‘প্রিয়া তুমি সুখী হও’ (২০১৪) ছবির মাধ্যমে বড় পর্দায় শায়লা সাবির অভিষেক হয়। গত বছর মুক্তি পাওয়া আকরাম খান পরিচালিত ‘ঘাসফুল’ এ অভিনয় করেছেন তিনি। এখন তার হাতে আছে তানিম রহমান অংশুর ‘আদি’ (এবিএম সুমন) ছবিটি।