Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

8খোলা বাজার২৪ সোমবার, ২০ জুন ২০১৬: কলকাতার অভিনেতা দেব নিজের টুইটারে লিখেছেন, “আরে বাহ্ শিকারী, পুরাই শিকার মুডে। ‘শিকারী’ ছবির গানে তোমাকে (শ্রাবন্তী) দেখতে খুব চমৎকার লাগছে। শাকিবকে বলে দাও, তাকে দারুণ দেখাচ্ছে।” অভিনেতা দেব এই লেখাটি অভিনেত্রী শ্রাবন্তীর টুইটারে শেয়ার করেন।
কলকাতার সুপারস্টার দেবের এই টুইটের জবাবে অবশ্য শাকিব কোনো উত্তর দেননি। তবে এই টুইট লেখার পেছনে কারণটি হলো গত বৃহস্পতিবার ‘শিকারি’ ছবির একটি গান ও গতকাল শনিবার প্রকাশ পেয়েছে ছবিটির টিজার। সেগুলো দেখেই দেব এই টুইট করেন আজ রোববার।
ংযধশরন–ফবন-১এবারই প্রথম শাকিব খান বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করেছেন। ছবিটি মুক্তি পাবে আসছে ঈদে। শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী।
ছবিটিতে শাকিব-শ্রাবন্তী ছাড়াও অভিনয় করছেন- বাংলাদেশের অমিত হাসান, রেবেকা, শিবাসানু, সুব্রত এবং কলকাতার সব্যসাচী চক্রবর্তী, রুদ্র প্রতাপ, সুপ্রিয় দত্ত, লিলি চক্রবর্তী, খরাজ মুখার্জি, রাহুল প্রমুখ।
যৌথ প্রযোজনার এ চলচ্চিত্রের গল্প লিখেছেন বাংলাদেশের আবদুল্লাহ জহির বাবু ও কলকাতার পেলে ব্যানার্জি। চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনার কথা বলা হলেও সেখানে শুধু কলকাতার জয়দেবের নামই দেখা গেছে, বাংলাদেশের পরিচালক জাকির হোসেন সীমান্তের নাম টিজারে দেখা যায়নি।