খোলা বাজার২৪ সোমবার, ২০ জুন ২০১৬: প্রায় দুই কোটি রুপি প্রতারণার মামলায় আটক হলেন বলিউড তারকা হৃতিক রোশনের সাবেক স্ত্রী সুজান খান। তার বিরুদ্ধে ১ কোটি ৮৭ লাখ রুপি প্রতারণার অভিযোগ আনা হয়েছে।
জানা গেছে, সুজান নিজেকে একজন আর্কিটেক্ট হিসেবে পরিচয় দিয়ে একটি রিয়েল এস্টেট কোম্পানির সঙ্গে চুক্তি করতে চেয়েছিলেন। এমজি প্রপার্টিজ নামের ওই কোম্পানি তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছে। ওই কোম্পানির ম্যানেজিং পার্টনার মুধিত গুপ্তা অভিযোগ জানিয়েছেন আর্কিটেকচারাল ও ডিজাইনিং সার্ভিস দেয়ার কথা উল্লেখ করা হয় চুক্তিতে। কিন্তু সুজান মোটেও আর্কিটেক্ট নন। এ ঘটনায় পানাজি পুলিশের কাছে এফআইআর করা হয়েছে।
শুধু তাই নয়, এমজি প্রপার্টিজের পক্ষ থেকে সুজানের কাছে কাউন্সিল অব আর্কিটেকচারের নম্বর চাওয়া হলে সেটাও দিতে পারেননি। এদিকে বিষয়টি জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সুজান হৃতিকের সাবেক স্ত্রীর বাইরে মুম্বইয়ের বিখ্যাত পরিবারের মেয়ে হিসেবেও পরিচিতি রয়েছে।