খোলা বাজার২৪, বুধবার, ২২ জুন ২০১৬: সাদামাটা মানুষ হিসেবে এরই মধ্যে পরিচিত হয়ে গেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বামী মাহমুদ পারভেজ অপু। তাই মাহির বিয়ের খবর যতটা আলোচিত হয়েছিল, ততটা আলোচিত ছিলেন অপু। তারকা স্ত্রী মাহির মতো গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগের মাধ্যমে এতটা সরব নন তিনি।
ফেসবুকে বিভিন্ন সময়ে কিছু ছবি প্রকাশ করে সেই ‘নীরব’ স্বামীকে প্রকাশ্যে আনেন মাহি। আজ স্বামীকে কোলে নিয়ে শুটিংয়ে যাওয়ার কিছু ছবি ফেসবুকে পোস্ট করেন এই চিত্রনায়িকা।
ছবির ক্যাপশনে মাহি লেখেন, ‘আজকে রাস্তার জ্যামগুলোও কেন যেন সুন্দর।।।
এত দিন আমি আম্মুর কোলে মাথা রেখে ঘুমিয়ে ঘুমিয়ে শুটিং-এ যেতাম, আজকে উনি আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে ঘুমিয়ে আমাকে শুটিং-এ নিয়ে যাচ্ছে।।।
অপু,, তুমি একটু আস্তে নাক ডাকবা ঢ়ষংংং
নু ঃযব ধিু
ষরভব রং নবধঁঃরভঁষৃ. ষবঃ রঃ নব!!!’
গত ২৫ মে ঢালিউডের আলোচিত নায়িকা মাহিয়া মাহির বিয়ে হয়। রাজধানীর উত্তরায় এক রেস্তোরাঁয় ঘরোয়া পরিবেশে তাঁর আকদ অনুষ্ঠান হয়। তাঁর বর অপু সিলেটের ব্যবসায়ী।