Sat. Aug 9th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

11খোলা বাজার২৪, বুধবার, ২২ জুন ২০১৬: আমি তোমার হতে চাই’ সিনেমার আইটেম গানের অংশ নিতে জন্য বৃহস্পতিবার ঢাকায় আসার কথা ছিলো হিন্দি সিনেমার আলোচিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত-এর। কিন্তু প্রশাসনিক জটিলতায় পেছাল তার ঢাকা সফর।
বিষয়টি নিশ্চিত করেন সিনেমাটির পরিচালক অনন্য মামুন নিজেই।
তিনি বলেন, “ঈদের আগে তাকে নিয়ে আইটেম গানের দৃশ্যধারনের কাজে অংশ গ্রহন করা যাচ্ছে না। তবে সবকিছু ঠিকঠাক থাকলে, ঈদুল আযহার পরেই রাখিকে নিয়ে আমরা আইটেম গানটির শুটিং করতে পারবো।”
পুরো বিষয়টি খোলসা করে মামুন আরও বলেন, “বাংলাদেশের সিনেমায় বিদেশী শিল্পীদের কাজ করতে হলে তথ্য মন্ত্রনালয়ের অনুমতি প্রয়োজন। বৃহস্পতিবারে রাখি সাওয়ান্তের শুটিংয়ের সিদ্ধান্ত আগেই নেওয়া হলেও, বাংলাদেশে তার কাজের অনুমতির প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করতে আমাদের আরো কিছু দিন সময় লাগবে। এই অল্প সময়ের মধ্যে সেটা সম্ভব হবে না।”
‘আমি তোমার হতে চাই’ সিনেমার ‘ডিজিটাল প্রেম’ গানটির মাধ্যমে পুরোদস্তুর বাঙালি সাজেই নাকি দেখা যাবে আলোচিত এই ভারতীয় তারকাকে। গানের কথা ও সঙ্গীত পরিচালনা করেছেন শফিক তুহিন।
লাইভ টেকনোলোজিস প্রযোজিত ‘আমি তোমার হতে চাই’ সিনেমায় কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করছেন বিদ্যা সিনহা সাহা মিম ও বাপ্পী চৌধুরী। চিত্রনাট্য লিখেছেন মামুন নিজেই। ঢাকার বাইরে শুরু হয়েছে সিনেমাটির দৃশ্যধারনের কাজ।
অভিনেত্রী হিসেবে রুপালি জগতে এলেও রাখি সাওয়ান্ত দর্শকের নজর কেড়েছেন যৌন উত্তেজক আইটেম গানে নেচেই। এছাড়াও, ভারতীয় বেশ কিছু রিয়ালিটি শোতে তার উপস্থিতি, নানা সময়ে তারকাদের নিয়ে উদ্ভট মন্তব্য ও রাজনীতির মাঠে নামা শিরোনামে এনেছে তাকে। বিগত কয়েকবছরে বিনোদন জগতে তেমন সক্রিয় না থাকলেও আলোচনা ও সমালোচনার কেন্দ্রে অনেকবারই এসেছেন তিনি।
১৯৯৭ সালে অমিত সুরিয়াভান্সির ‘অগ্নিচক্র’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষিক্ত হন রাখি সাওয়ান্ত। পরের ছয় বছর হিন্দি, মারাঠি, তেলেগু, মালায়ালামসহ বিভিন্ন ভাষার অনেক সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় ও আইটেম গানে নাচেন তিনি।
তবে সাফল্য মেলে ২০০৩ সালে ‘চুরালিয়া হে তুমনে’ সিনেমার ‘মোহাব্বাত মিরচি’ আইটেম গানটির মাধ্যমে। ২০০৫ সালে ‘ডিজে হট রিমিক্স ভলিয়্যুম থ্রি’- এর ‘পারদেসিয়া’ গানটির মাধ্যমে আবারও আলোচনায় আসেন।
ভারতীয় বিভিন্ন রিয়ালিটি শো ‘বিগ বস ওয়ান’, ‘নাচ বালিয়ে থ্রি’, ‘কমেডি সার্কাস কি মহাবলি’ ও ‘রাখি কা সায়াম্ভার’-এ অংশ নিয়েছেন রাখি। ২০১৪ সালে ভারতের লোকসভা নির্বাচনে অংশ নেওয়ার মাধ্যমে রাজনীতির ময়দানে নামেন তিনি।

অন্যরকম