খোলা বাজার২৪, বুধবার, ২২ জুন ২০১৬: পনেরো বছর আগের কথা। বলিউডে ‘নায়ক’ ছবিটি মুক্তি পেয়েছিল। অনিল কাপুর অভিনীত ছবিটি ২০০১ সালে ব্যাপক আলোচিত হয়। এরপর নতুন করে এর সিক্যুয়াল নির্মাণ নিয়ে ভাবেননি কেউই। অবশ্য দীর্ঘ সময় পর আবারও আসছে ‘নায়ক’।
সম্প্রতি ছবিটির দ্বিতীয় কিস্তি নির্মাণের ঘোষণা আসে। এর চিত্রনাট্য লিখছেন কে ভি বিজয়েন্দ্র প্রসাদ। যার ভা-ারে গেল বছরের দুই আলোচিত ছবি ‘বজরঙ্গি ভাইজান’ ও ‘বাহুবলী’ রয়েছে। আগেরটির মতোই নতুন কিস্তিতেও রাজনৈতিক বিদ্রুপাত্মক গল্প বলা হবে।
মূল চরিত্র শিবাজী রাওয়ের সঙ্গে যুক্ত হবে নতুন নতুন চরিত্র। এবারও শিবাজী রাও চরিত্রে অভিনয় করবেন অনিল কাপুর। তবে তার নায়িকা হিসেবে রানী মুখার্জির জায়গায় কে থাকছেন সেটা এখনও চূড়ান্ত হয়নি। ‘নায়ক: দ্য রিয়েল হিরো’ ছিল এস শঙ্করের তামিল ছবি ‘মুধালভান’-এর রিমেক। হিন্দিতে তিনিই পরিচালনা করেন এটি। তবে নায়কের দ্বিতীয় কিস্তির পরিচালক কে হবেন তা জানানো হয়নি।