খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৩ জুন ২০১৬: কয়েকদিন আগেই নতুন একটি বিএমডব্লিউ কিনেছেন বলিউড বাদশা শাহরুখ খান। সেটি নিয়ে প্রায়ই বের হচ্ছেন তিনি। প্রতিদিনের মতো মুম্বয়ের বান্দার বাড়ি থেকে বৃহস্পতিবার গাড়িটি নিয়ে বের হয়েছিলেন।
গাড়ির গতি তখনও খুব একটা ছিল না। এর মধ্যেই চলন্ত গাড়ির সামনে হঠাৎ এক ভবঘুরে মহিলা এসে দাঁড়ালেন। গতি কম থাকায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে ওই মহিলা শাহরুখের গাড়ির বনেটে শুয়ে পড়তে চেয়েছিলেন। মুহূর্তেই আবার জানালার পাশে এসে বাদশাকে কিছু বলার চেষ্টাও করেন। কিন্তু ততক্ষণে শাহরুথের দেহরক্ষী ও পথচারীরা সহ মহিলাকে সেখান থেকে সরিয়ে নেন।