Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

6খোলা বাজার২৪, শুক্রবার, ২৪ জুন ২০১৬: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি মুকাভিনেতা পার্থ প্রতিম মজুমদারকে এবার দেখা যাবে একটি ফরাসি চলচ্চিত্রে। ‘লে তেত দ্য লা এমপ্লয়া’ নামের এই সিনেমায় ভারতের এক ধনী ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করবেন তিনি।
সিনেমাটির গল্প গড়ে উঠবে ফ্রান্সের আধিপত্যে থাকা ঔপনিবেশিক অঞ্চলগুলোর অর্থনৈতিক পরিবর্তন নিয়ে। এখানে দেখানো হবে কীভাবে ফরাসি উপনিবেশের প্রভাব কাটিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠেছে এশিয়ার দেশগুলো।
পার্থ অভিনয় করবেন ভারতের বিখ্যাত ইস্পাত ব্যবসায়ী লাক্সমি মিত্তালের চরিত্রে। এতে প্রধান চরিত্রে থাকবেন ফরাসি অভিনয়শিল্পী এলজা জিলবাস্তাইন এবং ফ্রঙ্ক দুবস্ক।
একুশে পদক পাওয়া মুকাভিনেতা পার্থ প্রতিম মজুমদারকে ধরা হয় বাংলাদেশের মুকাভিনয় শিল্পীদের পথিকৃৎ হিসেবে। গোটা বিশ্বের সেরা মুকাভিনয় শিল্পীদের মধ্যেও তার স্থান দ্বিতীয়।
২৬ বছর ধরে ফ্রান্স প্রবাসী এই শিল্পী দীর্ঘদিন ধরে মুকাভিনয়ের পাশাপাশি নিয়মিত অভিনয় করছেন হলিউডসহ কানাডা, যুক্তরাজ্য এবং ফ্রান্সের চলচ্চিত্রে।
‘লে তেত দ্য লা এমপ্লয়া’ ছাড়াও তিনি ব্যস্ত আছেন হলিউড ফিল্ম ‘ভ্যালেরিয়ান অ্যান্ড দ্য সিটি অফ থাউজ্যান্ড প্ল্যানেটস’এ। এতে আরও দেখা যাবে কারা ডেলিভিন এবং ডেইন ডিহানের মত তারকাদের। সিনেমাটি মুক্তি পাবে ২০১৭ সালে।