খোলা বাজার২৪,শনিবার, ২৫ জুন ২০১৬: ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী বিভিন্ন সময় নানা কারণে খবরের শিরোনামে এসেছেন। তবে এবার একটু ভিন্ন কারণে আলোচনায় এলো তার নাম। সম্প্রতি তার বাবা দেবপ্রসাদ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে এক শিক্ষিকাকে শ্লীলতাহানির অভিযোগে মামলা হয়েছে।
পশ্চিমবঙ্গের বর্ধমান আদালতে দেবপ্রসাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। অভিযোগের পর আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৌগত চক্রবর্তী অভিযোগপত্রটি এফআইআর হিসাবে গণ্য করে বর্ধমান মহিলা থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
এদিকে এই অভিযোগকে মিথ্যা বলে দাবি করেছেন শুভশ্রীর বাবা। তিনি বলেন, তাকে ফাঁসানোর জন্যই এমন অভিযোগ করা হয়েছে।