খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৮ জুন ২০১৬: চিত্রাঙ্গদার এই অভিযোগে তোলপাড় হয়েছিল গোটা বলিউড। কিছুদিন আগে পরিচালক কুষাণ নন্দীর বিরুদ্ধে তাঁর প্রতি দুর্ব্যবহার এবং কুরুচিকর মন্তব্যের অভিযোগ এনে ‘বাবুমশাই বন্দুকবাজ’ ছবির কাজ ছেড়ে বেরিয়ে যান অভিনেত্রী চিত্রাঙ্গদা সিংহ। তার অভিযোগ ছিল- পরিচালক অত্যন্ত খারাপ ইঙ্গিত করে তাকে ছবির দৃশ্য বোঝাচ্ছিলেন সকলের সামনে। তাছাড়া পরিচালক নাকি তাকে নওয়াজের ওপর শুতে বাধ্য করেছিলেন।
কিন্তু এই অভিযোগের বিষয়ে এত দিন মুখ খোলেননি ওই দৃশ্যের অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। কিন্তু খুব সম্প্রতি যখন তিনি মুখ খুললেন তখন চিত্রাঙ্গদার আনা অভিযোগ নিয়েই সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে অনেকের মনে।
গোটা ঘটনা নিয়ে নওয়াজ বলেন, “যারা কুষাণকে ব্যক্তিগত ভাবে চেনেন, তারা জানেন উনি খুবই শান্ত এবং ভদ্র। তার পক্ষে এমন কথা বলা সম্ভব নয়। আর যে বিতর্ক নিয়ে কথা হচ্ছে, শুটিং চলাকালীন সময়ে তেমন কোনও পরিস্থিতি তৈরি হয়নি।”
নওয়াজের এই প্রতিক্রিয়া সামনে আসার পর অনেকেই মনে করছেন, হয়তো ‘বাবুমশাই বন্দুকবাজ’ থেকে বেরিয়ে যাওয়ার জন্যই এই ‘মিথ্যা’ অভিযোগ এনেছিলেন কুষাণ নন্দীর বিরুদ্ধে! এটা হলে তার উদ্দেশ্য সফল; পরিচালক রিচা চাড্ডাকে নিয়ে চালু হয়েছে ‘বাবুমশাই বন্দুকবাজ’-এর শুটিং।
নওয়াজের এই প্রতিক্রিয়ায় বলিউডে শুরু হয়েছে নতুন আর এক জল্পনা। দেখা যাক চিত্রাঙ্গদা কিছু বলেন কি না!