Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

18খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৮ জুন ২০১৬: চিত্রনায়িকা মাহিয়া মাহি বিয়ের পর সিলেটে শ্বশুরবাড়ি থেকে ঘুরে এসেছেন। এখন আবার ছবির কাজে ব্যস্ততা। কোথাও কোথাও স্বামীকে নিয়ে শুটিংয়েও যাচ্ছেন। ঈদের বিভিন্ন টিভি অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। তবে বিয়ের পর এবারের ঈদটি স্বামীর সঙ্গে করা হচ্ছে না তাঁর। মাহি ঢাকায় এবং স্বামী অপুর সিলেটে ঈদ করার কথা রয়েছে।
এ বিষয়ে মাহি বলেন, ‘এবারে ঈদটা আমি আমার মা-বাবার সঙ্গেই করব। এই ঈদ আমার জন্য একটু অন্য রকম, আমি শেষবারের মতো মা-বাবার সঙ্গে ঈদ করছি। কিছুদিন পর আমি শ্বশুরবাড়িতে চলে যাব। ঈদের পর সবার দোয়া নিয়ে আমি শ্বশুরবাড়ি যাব। অপু এ বছর ঈদ করবে সিলেটে। তবে কোরবানির ঈদ থেকে আমরা একসঙ্গে ঈদ করব।’
ছোটবেলার ঈদ নিয়ে মাহি বলেন, ‘আমি ছোটবেলা থেকেই দুষ্টু ছিলাম। ছোটবেলায় একা কোথাও বেরোতে দিত না। এমনকি স্কুলেও আম্মু আমাকে নিয়ে যেত। সব সময়ই চেষ্টা থাকত, কখন একা বাসা থেকে বেরিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া যায়। অনেক চেষ্টা করে যদি আমি বেরোতে পারতাম, সেটাই আমার ঈদ হতো। জামা-কাপড় নিয়ে আমার কোনো বাড়তি আগ্রহ ছিল না। বাবা-মা, দাদা-নানা সবার কাছ থেকেই গিফট চলে আসত।’
পুরোনো দিনের কথা মনে করে একটু আফসোসও করলেন মাহি, ‘এখন আর ঈদের সেই মজাগুলো পাই না। সেভাবে যেখানে-সেখানে যেতে পারি না। এখন এক জায়গায় কিছুক্ষণ দাঁড়ালেই লোকজন জড়ো হয়ে যায়। নায়িকার সঙ্গে সেলফি তুলতে চায়। চাইলেও তো এখন আর নিজের ইচ্ছামতো ঘুরতে পারি না। এটা অনেক বেশি মিস করি।’