খোলা বাজার২৪, বুধবার, ২৯ জুন ২০১৬: যত বয়স হচ্ছে, ততই আরও বেশি যেন আবেদনময়ী হয়ে উঠছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। ভোগ ম্যাগাজিনের সর্বশেষ ইস্যুতে বেবোর ছবি দেখে এমনটাই বলছে গোটা বলি পাড়া।
ভোগ ম্যাগাজিনের জুলাই সংখ্যার কভারে বোল্ড লুকে ধরা দিয়েছেন বেগম সাহেবা। খোলামেলা রুপে এখানে এখানে পোজ দিয়েছেন তিনি। আনাইতা শ্র“ফ তাঁর স্টাইলিং করেছেন। সাদা-কালোর চেনা কম্বিনেশেন বেছে নিয়েছেন নায়িকা। সাহসী শার্ট আনবটন। সঙ্গে মানানসই পা খোলা স্কার্ট। সব মিলিয়ে করিনার সাহসী সুপার সেক্সি লুক। সব মিলিয়ে এ ম্যাগাজিনের কভার মডেল হিসেবে বেশ আলোচনায় চলে এসেছেন কারিনা কাপুর। তার আবেদনময়ী উপস্থাপন বেশ প্রশংসিতও হচ্ছে।