Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

12খোলা বাজার২৪, বুধবার, ২৯ জুন ২০১৬: ‘সুরমা লাগা রে, আতর লাগা রে, আকাশে খুশির চাঁদ ওঠেছে।’ এমন কথার গানে ঈদ উদযাপন দেখা যাবে ঈদের সিনেমা ‘বাদশা দ্য ডন’-এ।
‘মুবারক ঈদ মুবারক’ শিরোনামের গানটি ইউটিউবে প্রকাশ হয়েছে সোমবার রাতে। প্রিয় চট্টোপাধ্যায়ের কথায় গানটিতে সুর করার পাশাপাশি কণ্ঠ দিয়েছেন আকাশ।
ভারতীয় সিনেমায় সাধারণত পূজা-পার্বণে মুক্তি পাওয়া সিনেমায় এ ধরনের নাচের গান দেখা যায়। যৌথ প্রযোজনা উপলক্ষে বাংলাদেশের দর্শকরা তার নমুনা বড়পর্দায় দেখবে এবার। আর পুরো গানটির ঈদ উদযাপনে বাংলাদেশি কোনো আবহ নেই।
‘মুবারক ঈদ মুবারক’ গানটিও দেখতে-শুনতে মন্দ না। উৎসবের আমেজ পুরোপুরি ধরা গেছে। গানটিতে নায়ককে মাজারে গিয়ে মোনাজাত করতে দেখা যায়। যদিও ঈদ উদযাপনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এ দৃশ্যের কারণ হতে পারে— ইসলাম ধর্ম দেখানোর অনুষঙ্গ হিসেবে ভারত-বাংলাদেশ দু’দেশেই মাজার দেখানোর চল রয়েছে। তুলনামূলকভাবে ভারতীয় সিনেমায় বেশি হয়।
সাম্প্রতিক সময়ে দেখা গেছে, রিমেক হওয়ার কারণে যৌথ প্রযোজনার সিনেমায় দক্ষিণ ভারতীয় সিনেমার মন্দির বাংলাদেশে হয়ে গেছে মাজার। মূলত মাজারে হিন্দু-মুসলিম সবাই যান— এ সুযোগটি নিতে চান নির্মাতারা।
‘মুবারক ঈদ মুবারক’-এর দৃশ্যায়নে চমক হিসেবে হাজির হয়েছেন সিনেমাটির পরিচালক বাবা যাদব। গানের শেষ অংশে জিতের সঙ্গে নাচতে দেখা যায় তাকে। গানটির নৃত্য পরিচালকও বাবা যাদব।
জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ প্রযোজিত ‘বাদশা দ্য ডন’-এ আরো অভিনয় করেছেন নূসরাত ফারিয়া ও শ্রদ্ধা দাস।
এর আগে ‘মনের জ্বালা’-সহ আরো কিছু বাংলাদেশি সিনেমায় ঈদের গান শোনা গেছে। এমনকি একটি সিনেমার নামও ‘ঈদ মোবারক’।