Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

37খোলা বাজার২৪, বুধবার, ২৯ জুন ২০১৬: কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তীর বিয়ের কথা আগে থেকেই সবাই জানেন। কিন্তু কবে বাগদান কিংবা বিয়ের আনুষ্ঠানিকতা সে বিষয়ে চূড়ান্ত হয়নি কিছুই। অবশ্য এবার বাগদানের চূড়ান্ত দিনক্ষণের কথা ঘোষণা দিয়েছেন শ্রাবন্তী।
আগামী ৮ই জুলাই আনুষ্ঠানিকভাবে প্রেমিক সুপারমডেল কৃষাণ ব্রজের সঙ্গে বাগদান করবেন শ্রাবন্তী। উপহার হিসেবে পরস্পরকে দেওয়ার জন্য দুজনই হীরার আংটি কিনেছেন। বাগদান অনুষ্ঠানে ‘এগিয়ে দে’, ‘ও মাই লাভ’-এর মতো শ্রাবন্তী অভিনীত বিভিন্ন ছবির জনপ্রিয় গানের তালে তার সঙ্গে কৃষাণও নাচবেন।
৩৬তম বঙ্গ সম্মেলনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গেছেন শ্রাবন্তী। বিমানে ওঠার আগে টাইমস অব ইন্ডিয়াকে তিনি বলেন, ‘আমি আগামী ৬ই জুলাই ফিরবো। এর দুই দিন পর ৮ জুলাই আমার বাগদান হবে। তাই আমার পরিবার সব প্রস্তুতি নিচ্ছে। ওইদিন সকালে বাড়িতে পূজা হবে। আংটিবদলের পর বেড়াতে ইউরোপ যাবেন শ্রাবন্তী ও কৃষাণ। তবে বাগদানের পরপরই তারা পা রাখবেন বৈষ্ণ দেবীতে। সেখানেই দু’জনে একে অপরকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। তারা সাতপাকে বাঁধা পড়বেন আগামী বছর।