Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

27খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৩০ জুন ২০১৬: লিউড তারকা প্রিয়াংকা চোপড়া ও দীপিকা পাড়–কোনের মধ্যে চলমান দ্বন্দ্ব এখন টক অব দ্য টাউনে পরিণত হয়েছে।
সম্প্রতি আইফার মঞ্চে একসঙ্গে নাচ পরিবেশন নিয়ে প্রথম থেকেই জটিলতা শুরু হয়। আয়োজকদের ইচ্ছা থাকা সত্বেও দুজনের ঝামেলার কারণের এ নিয়ে সংশয় রয়ে যায় অনুষ্ঠান শুরুর ঠিক কিছুক্ষণ আগেও। অবশ্য পরে দুই নায়িকার মধ্যে সব সমস্যা মিটে গেছে আর একসঙ্গেই নাচবেন তারাÑএমন খবরও প্রকাশ হয়েছে। শেষতক সব গুঞ্জনকে সত্যি প্রমাণ করে ছেড়েছেন দীপিকা-প্রিয়াংকা।
আইফার মঞ্চে এক সঙ্গে পারফর্ম করতে দেখা যায়নি বলিউডের দুই অভিনেত্রীকে। ‘বাজিরাও মস্তানি’র গানের সঙ্গে বয়ফ্রেন্ড রণবীরের সঙ্গে নেচেছেন দীপিকা। আর ‘পিঙ্গা’র তালে একাই নেচেছেন প্রিয়াংকা। তবে কি ঠাণ্ডা লড়াই চলছে ‘বাজিরাও মস্তানি’র দুই সহ-অভিনেত্রীর মধ্যে? সদ্য আইফা শেষে মুম্বই ফিরেছেন প্রিয়াংকা। কেন দীপিকা তার সঙ্গে অনুষ্ঠানে নাচলেন না এমন প্রশ্নের মুখেও পড়েছেন তিনি। উত্তরে ‘কোয়ন্টিকো’ খ্যাত এ অভিনেত্রী বলেন, এ বিষয়ে আইফা কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করা উচিত।
প্রিয়াংকার সঙ্গে দীপিকার নাচতে নয় একসঙ্গে কিছুই করতে আগ্রহ নেই। ঝামেলাটা গত বছর ‘বাজিরাও মাস্তানি’র ছবির শুটিং থেকেই শুরু হয়েছে। আর এর মুক্তির আগে প্রচারণায় প্রিয়াংকাকে বেশি গুরুত্ব দেয়া হয়নি বলেও অভিযোগ ওঠে। এসব নিয়ে দীপিকার সঙ্গে তার ঠাণ্ডা যুদ্ধটা লেগেই আছে।