Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

28খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৩০ জুন ২০১৬: কয়েকমাস ধরে অন্তরালে রয়েছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। এ নিয়ে সংবাদমাধ্যমে একাধিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হলেও কেউ অপুর খোঁজ দিতে পারেননি। এবার ‘অজ্ঞাতস্থান’ থেকে এ নায়িকা নিজেই যোগাযোগ করলেন।
ক্যারিয়ারের এক দশক পূর্তিতে সংবাদ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছেন অপু। মোবাইলে সাংবাদিকদের খবরটি জানালেও নিজের অবস্থান নিয়ে মন্তব্য করেননি ‘দেবদাস’ নায়িকা।
জাতীয় পুরস্কারজয়ী নির্মাতা আমজাদ হোসেনের চলচ্চিত্র ‘কাল সকালে’র মাধ্যমে ঢালিউডে পা রাখেন অপু বিশ্বাস। নায়িকা হিসেবে তাকে প্রথম দেখা যায় ২০০৬ সালে মুক্তি পাওয়া এফআই মানিকের ‘কোটি টাকার কাবিন’ সিনেমায়।
অপু বলেন, ‘নতুন করে ক্যারিয়ার গোছানোর পরিকল্পনা করছি। এর জন্যই দশ বছর পূর্তির সময়টাকেই বেছে নিয়েছি। সংবাদ সম্মেলন ঈদের পরে হবে।’
কেন আত্মগোপনে আছেন?— এ নিয়ে মন্তব্য করেননি অপু। তবে নিশ্চিত করেন, বর্তমানে তিনি বাংলাদেশে আছেন। এরপর সংবাদ সম্মেলনের খবর দিয়ে ফোন কেটে দেন। পরে নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
এদিকে শাকিব খানও চান অপু আবার ফিরে আসুক। অপুর প্রত্যাবর্তন নিয়ে ইতোমধ্যে তিনি ঘনিষ্ঠ পরিচালক- প্রযোজকদের সাথে মিটিংও করেছেন।
ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে শাকিব-অপু জুটির ৭২তম চলচ্চিত্র ‘সম্রাট’। ২০০৭ সাল থেকে প্রতি ঈদে মুক্তি পাওয়া এ জুটির ছবিগুলো ব্যবসায়িক দিক থেকে শীর্ষে রয়েছে।