Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

9খোলা বাজার২৪ শুক্রবার, ১ জুলাই ২০১৬ বলিউড ছবি ‘গোলমাল থ্রি’র পর অনেক ভক্ত-দর্শকের প্রশ্ন ছিল ‘গোলামাল ফোর’ কবে আসবে। অবশ্য সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবার চতুর্থ কিস্তিও আসতে যাচ্ছে। নির্মাতা রোহিত শেঠির পরিচালনায় এতে প্রধান নারী চরিত্রে দেখা যাবে কারিনা কাপুর খানকে। আগের কিস্তিতেও তিনিই ছিলেন।
সমপ্রতি রোহিত শেঠির সংবাদ মাধ্যমকে বলেন, কারিনা ‘গোলমাল ফোর’-এ অভিনয় করার সম্মতি জানিয়েছেন। যদিও কিছু সময়ের জন্য তিনি সিদ্ধান্তহীনতায় ছিলেন। কারণ তার হাতে রিভু দাসগুপ্তের থ্রিলার ধাঁচের একটি ছবির প্রস্তাব ছিল। কিন্তু সর্বশেষ তিনি রাজি হয়ে গিয়েছেন। এদিকে নতুন এ ছবির মধ্য দিয়ে রোহিত শেঠি ও অজয় দেবগনের ভেঙে যাওয়া সম্পর্ক আবারও জোড়া লাগছে। মাঝে বেশ কিছুদিন তাদের মাঝে দ্বন্দ্ব ছিল।