Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

10খোলা বাজার২৪, শনিবার, ০২ জুলাই ২০১৬: বলিউড তারকা ইরফান খান কুরবানির পশু জবাই নিয়ে এক মন্তব্যের জন্য মুসলিম নেতাদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন।
ইরফান খান বৃহস্পতিবার মন্তব্য করেছিলেন যে ‘এসব ধর্মীয় রীতির প্রকৃত অর্থ না জেনেই আমরা এগুলো পালন করি।’
ধর্মীয় নেতারা ইসলাম সম্পর্কে এরকম এলোপাথাড়ি মন্তব্য না করে বরং নিজের ফিল্ম ক্যারিয়ারে মনোযোগ দেয়ার পরামর্শ দিয়েছেন ইরফান খানকে।
ভারতের ডেকান হেরাল্ড পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে ইরফান খান বলেছিলেন, ‘কুরবানির প্রকৃত অর্থ হচ্ছে নিজের সবচেয়ে প্রিয় জিনিস উৎসর্গ করা, ছাগল বা ভেড়া জবাই করা নয় যেটা আপনি আসলে কিনে আনছেন।’
ইরফান খান রমজান মাসে রোজা রাখার ব্যাপারেও মন্তব্য করেন।
‘রমজান মাসে কেবল রোজা রাখার চেয়ে বরং মানুষের উচিত আত্মোপলব্ধির দিকে মনোযোগ দেয়া। মুহররামের সময় আমরা পশু জবাই করছি। মুহররমকে আমরা উপহাসে পরিণত করেছি। এদিন আমাদের শোক পালন করার কথা। কিন্তু আমরা কি করছি।’
ভারতের জামায়াতে উলেমা হিন্দ এর ওয়াহিদ খত্রি বলেছেন, ইরফান খান নিজের ছবির প্রচার বাড়ানোর জন্য এ ধরণের মন্তব্য করেছেন।
শের কাজী খালিদ ওসমানি নামের আরেক মুসলিম নেতা বলেছেন, ইরফান খানের উচিত তার মুখ বন্ধ করা, কারণ ধর্ম সম্পর্কে তার কোনো জ্ঞান নেই।