Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

27খোলা বাজার২৪, শনিবার, ০২ জুলাই ২০১৬: তরুণ কবি চ্যানেল আই’র প্রোগ্রাম ম্যানেজার রাজু আলীম দীর্ঘদিন ধরে উপস্থাপনা করে আসছেন বিটিভি’র জনপ্রিয় অনুষ্ঠান শিল্পকথা’র। সেই সাথে বিটিভি’তে নিয়মিত প্রচারিত হয়ে আসছে রাজু আলীম এর গ্রন্থনা ও পরিকল্পনায় ‘তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ’ নামের আরেকটি অনুষ্ঠান। এই ধারাবাহিকতায় বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডের এবারের ঈদের অনুষ্ঠান মালায় তার উপস্থাপনায় প্রচারিত হবে ভিন্নধর্মী ম্যাগাজিন অনুষ্ঠান ‘ শিল্পে গল্পে ছায়াছন্দে ঈদ আনন্দে’। এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত বাংলা চলচ্চিত্র, অডিও ভিডিও অ্যালবাম এবং দেশের জাতীয় দৈনিক, সাপ্তাহিক ও পাক্ষিক ম্যাগাজিনগুলোর ঈদ সাহিত্য এবং ফ্যাশন ও লাইফস্টাইল নিয়ে নানা আয়োজন তুলে ধরা হবে অনুষ্ঠানে। অনুষ্ঠানে অংশ নেবেন দেশবরেণ্য সম্পাদক, সাহিত্যিক, লেখক, কবি, সাংবাদিক, চলচ্চিত্র নির্মাতা এবং সংগীত শিল্পীসহ অনেকেই। অনুষ্ঠান সম্পর্কে রাজু আলীম বলেন, ‘বিটিভি’তে অনেক দিন ধরেই উপস্থাপনা করছি। তবে এবারের ঈদ আয়োজনের এই অনুষ্ঠানটি উপস্থাপনা করতে পেরে বেশ ভালো লাগছে। অনুষ্ঠানে আমাকে সম্পৃক্ত করার জন্যে বিটিভি’র মহাপরিচালক হারূন-অর-রশিদ এবং উপ-মহাপরিচালক প্রোগ্রাম সুরত কুমারকে ধন্যবাদ জানাই। আশা করি ঈদের এই আয়োজনটি সবার ভাল লাগবে।