Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

33খোলা বাজার২৪, শনিবার, ০২ জুলাই ২০১৬: জয়া কি ফের বিয়ে করছেন? ভারতীয় একটি গণমাধ্যমকে সে রকমই জানিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় এই অভিনেত্রী। এমনকী তার যে প্রেমিক রয়েছে সেটাও জানিয়েছেন তিনি। জয়া আহসানকে কলকাতার আনন্দবাজার প্রশ্ন করেছিল, বিয়ে করছেন কবে? এর উত্তরে তিনি বলেছিলেন, জানি না। হুট করে করে নিতে পারি, আবার নাও করতে পারি। আসলে রোডম্যাপ ঠিক করে জীবনে কিছুই করিনি তো। আগের বিয়েটা কোনো কারণে ওয়ার্ক করেনি বলে একটা ভয়ও আছে। আসলে আবার যদি বিয়ে করি সেটা সম্মানের সঙ্গে টিকিয়ে রাখার জন্য সবরকম চেষ্টা করব।

পত্রিকাটি জয়ার কাছে চেয়েছিল, কোনো বিশেষ বন্ধু রয়েছে আপনার? (একটু পজ) আছেন। তিনি ঢাকার মানুষ। কোনো ডিসিশন নিলে সকলে এমনিই জানতে পারবেন।