Sat. Sep 20th, 2025
Advertisements

thakurgaonখোলা বাজার২৪, মঙ্গলবার, ৫ জুলাই ২০১৬: জেলার এতিম খানার নামে সরকারি অর্থ লোপাটের অভিযোগ উঠেছে। জেলার রানীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নের ভেলাই মোছাঃ জাবেদা খাতুন স্মৃতি কউমী লিল্লাহবডিং মাদ্রাসা ও এতিমখানার নামে সরকারী বিভিন্ন অনুদান ও ভাতার লক্ষ লক্ষ টাকা লোটানের অভিযোগ উঠেছে। গত ৩ জুলাই সরজমিনে গিয়ে দেখা যায়, মাদ্রাসাটিতে কোন শিক্ষার্থীতে থেকে শুরু করে একটি এতিম শিক্ষার্থী নেই।

এছাড়াও মাদ্রাসায় পড়া শুনার কোন পরিবেশ নেই অথচ এতিম খানার নাম করে বিভিন্ন সময় সরকারী বিভিন্ন অনুদান গ্রহন করছেন এতিমখানা পরিচালনা পরিষদ। মাদ্রাসাটির মোট ৪টি কক্ষের মধ্যে ১টি কক্ষ মরিচের মজুদ রয়েছে, আর ২টি কক্ষে তালাবদ্ধ অবস্থায় রয়েছে, আরেকটিতে ভেলাই দাখিল মাদ্রাসার ৪জন শিক্ষার্থী রাত্রী যাপন করে। আরও বিশ্বস্ত সূত্রে জানা যায়, সমাজ সেবা অধিদপ্তর এর মাধ্যমে এতিমখানাটির পরিচালনা পরিষদের লোকজন (১৩ জন) এতিম খানার নাম করে বিভিন্ন সরকারী অনুদান নেন। অথচ অবাক করা বিষয় হচ্ছে ঐ এতিকখানার কোনো শিক্ষার্থী নেই।

এ প্রসঙ্গে স্থানীয় ৭০ বছর বয়সী বৃদ্ধ আমাদের প্রতিনিধিকে জানান, এখানে কোনে এতিম নেই এবং কি কোন এতিম শিক্ষার্থী এখানে পড়ে আমাদের জানা নেই, তিনি আরোও বলেন সেটি একটি কারিগরি উচ্চ বিদ্যালয় বলে আমরা জানি। মাদ্রাসার প্রধান সোনালী বেগম ৩জন শিক্ষকের সত্যতা স্বীকার করে বলেন, আমি শুধুমাত্র কাগজে কলমে প্রধান, অফিসিয়ালি কাজ করেন আমার সহকারী শিক্ষক সোহেল, এ বিষয়ে আমি কিছু জানিনা।

এ বিষয়ে সমাজ সেবা কর্মকর্তা রফিকুল ইসলামকে প্রশ্ন করলে তিনি জানান, আমিও শুনেছি এখানে কোন শিক্ষার্থী নেই, এতিমের নামে তারা সরকারী অর্থ আত্মসাত করেই চলছে, এবার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।