Thu. Sep 18th, 2025
Advertisements

thakurgaonখোলা বাজার২৪, মঙ্গলবার, ৫ জুলাই ২০১৬: ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে পৌর মেয়রের আশ্বাসে দোকান কর্মচারীদের ধর্মঘট প্রত্যাহার। জেলার রানীশংকৈল উপজেলায় বেতন-বোনাসের দাবিতে ৪জুলাই সকাল থেকে ধর্মঘট আহবান করে ঠাকুরগাঁও দোকান কর্মচারী ইউনিয়নের রানীশংকৈল শাখা। দোকান কর্মচারীদের দীর্ঘদিনের দাবি প্রতিটি উৎসবে তাদের বেতনের সমপরিমান বা অর্ধেক বোনাস দিতে হবে। তবে সে দাবি মানতে নারাজ দোকান মালিক সমিতি। এ নিয়ে বিরোধ লাগে দোকান মালিক ও কর্মচারীদের মধ্যে। এ কারনে দোকান কর্মচারীরা ৪ জুলাই সকাল থেকে দোকানে প্রবেশ না করে দোকানের সামনে অবস্থান নেই এবং দাবি মানা না পর্যন্ত ধর্মঘটের ডাক দেয় দোকান কর্মচারী ইউনিয়ন। তাদের বক্তব্য আর ২ দিন পরে ঈদ আমরা কি আমাদের পরিবার পরিজন নিয়ে ঈদ করবো না। ঈদের কারনে আমরা দোকানে ডিইটি পালন করছি ওভার সময় পর্যন্ত। অথচ আমাদের যৌক্তিক দাবি মানা হচ্ছে না। এ কারনেই আজকের ধর্মঘট। ঈদ মার্কেটের সময় দোকান কর্মচারীর ধর্মঘটের কারনে দোকান মালিকরা বেকায়দায় পড়ে, এ কারনে তারা পৌরসভা মেয়রের হস্তক্ষেপ কামনায় এবং পৌর মেয়র আলমগীর সরকারের বেতন-বোনাস দেওয়ার আশ্বাসে দুপুর ১টায় ধর্মঘট প্রত্যাহার করে নেই দোকান কর্মচারী ইউনিয়ন। এ প্রসঙ্গে দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি সুমন বসাক আমাদের প্রতিনিধিকে জানান, আপাতত মেয়রের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করা হলো তবে দাবী মানা না হলে আবার বৃহৎ কর্মসুচী দেওয়া হবে।