খোলা বাজার২৪, রোববার, ১০ জুলাই ২০১৬: বলিউডে তিন খানেরই জনপ্রিয়তা ব্যাপক- শাহরুখ খান, সালমান খান আর আমির খান। ফিল্মি দুনিয়ায় তাঁদের যাত্রাও শুরু প্রায় এক সাথেই। সেই নব্বই দশকের শুরুর দিকে। এরপর একে একে পার করে ফেলেছেন দীর্ঘ পঁচিশ বছরের তারকাজীবন।
বড় তারকাদের মধ্যে একটু প্রতিযোগিতা তো থাকেই। কিন্তু বলিউড খানদের মধ্যে এ প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা বারবারই মোড় নিয়েছে ঝগড়ার দিকে। নতুন নতুন দ্বন্দ্ব-বিরোধ নিয়ে তারা প্রায়ই থাকতেন পত্রপত্রিকার শিরোনামে। বিশেষ করে ক্যাটরিনা কাইফের জন্মদিনে শাহরুখ-সালমানের ঝগড়া রীতিমতো ‘বিখ্যাত’।
তবে তিন খানের মধ্যে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে বেশ কিছুদিন ধরেই। কয়েকটি অনুষ্ঠানে তারা একসঙ্গে অংশগ্রহণও করেছেন। বিভিন্ন আলোচনায় তুলে ধরছেন নিজেদের মধ্যে ভাব-ভালোবাসার কথাও।
এ ধারাবাহিকতায় সম্প্রতি বলিউড বাদশা শাহরুখ খান নিজেদের সম্পর্কে মুখ খুলছেন। তিনি বললেন, ‘আমির-সালমান আমার থেকে বড় তারকা।’ খবরটি জানিয়েছে ভারতের পত্রিকা দি ইন্ডিয়ান এক্সপ্রেস।
শাহরুখ বলেন, ‘আমির, সালমান আর আমার মধ্যে বেশ মিল রয়েছে। আর পরস্পরের প্রতি আমাদের অনুভূতিও এক। আমার মনে হয়, আমির-সালমান আমার থেকে বড় তারকা।’ এরপর শাহরুখ প্রশ্নকারীদের বলেন, ‘আপনারা এই প্রশ্ন সালমানকে করেন। দেখবেন উত্তর একই আসবে।’
তিন খানের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হচ্ছে দেখে খুশি ভক্তরাও। যাঁরা উজাড় করে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিকে এতটা দিয়েছেন, তাঁদের মিলন চান বি-টাউনের অনেক অভিনেতা-অভিনেত্রীও। তবে চিরপ্রতিদ্বন্দ্বী এই খানদের জোড়া লাগা সম্পর্ক কতদিন টিকবে তা বলে দেবে ভবিষ্যৎই।