Tue. Sep 23rd, 2025
Advertisements

14kখোলা বাজার২৪, মঙ্গলবার, ১২ জুলাই ২০১৬: মাটির টানে দেশে ফিরে এসেছি। দেশকে খুব মিস করি। তাই আর না এসে পারলাম না- বলছিলেন মডেল অভিনেত্রী মোনালিসা।
দীর্ঘ চার বছর আমেরিকায় প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরে এমন বুলিই আওড়েছেন তিনি। মূলত পরিবার-পরিজন নিয়ে সময় কাটানোর পাশাপাশি কিছু নাটক, টেলিফিল্ম ও বিজ্ঞাপনে কাজ করার উদ্দেশেই দেশে এসেছিলেন। মাস চারেক দেশে থেকে ১১ জুলাই রাতের ফ্লাইটে আবারও আরেমিকায় উড়াল দিয়েছেন মোনালিসা।
যাওয়ার আগে বলেন, ‘যে কদিন দেশে ছিলাম খুব ব্যস্ততায় কেটেছে। ক্যামেরার সামনেই কেটেছে আমার প্রতিটি দিন। যে কারণে পরিবারকে খুব কমই সময় দিতে পেরেছি। কিছু কাজ আছে। তাই এই মুহূর্তে না গেলেই নয়। আবার হয়তো খুব দ্রুত চলে আসবো।’
প্রসঙ্গত, দীর্ঘদিন পর দেশে এসে বেশ কয়েকটি নাটক ও টেলিফিল্মে অভিনয়ের পাশাপাশি যমুনা গ্রুপের উৎপাদিত পণ্য ‘যমুনা ফ্যান’-এর বিজ্ঞাপনে মডেল হয়েছেন তিনি।