Fri. Sep 19th, 2025
Advertisements

46খোলা বাজার২৪, মঙ্গলবার, ১২ জুলাই ২০১৬: বিশ্ব চলচ্চিত্রে ক্রমেই আধিপত্য বিস্তার করছে বলিউড। শুধু জনপ্রিয়তা দিয়ে নয়, আয়ের দিক থেকেও পিছিয়ে নেই বলিউড তারকারা।
পারিশ্রমিকের দিক থেকে বিশ্বের একশো তারকাকে নিয়ে ‘শীর্ষ একশো তারকা’র তালিকা প্রকাশ করে প্রভাবশালী ও বিখ্যাত ফোর্বস ম্যাগাজিন। চলতি বছরে বিশ্বের একশো তারকাদের মধ্যে বলিউড থেকে নাম লেখালেন সুপারস্টার শাহরুখ খান ও অক্ষয় কুমার।
আমেরিকা থেকে প্রকাশিত এই প্রভাবশালী ম্যাগাজিনটি প্রতি বছরেই বিভিন্ন ক্ষেত্র থেকে একশো তারকার তালিকা তৈরি করে। যেখানে বিশ্বের বিভিন্ন দেশের তারকারা তাদের উপার্জন ও পুঁজি দিয়ে জায়গা করে নেন। প্রতি বছরের মত এবারও বিশ্বের একশো জন তারকার পারিশ্রমিক আর পুঁজির উপর তালিকা তৈরি করেছে ফোর্বস। যেখানে স্থান করে নিয়েছেন বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান ও অক্ষয় কুমার।
ফোর্বস ম্যাগাজিন-এর শীর্ষ একশো তারকার তালিকায় প্রথম স্থান অর্জন করেছেন আমেরিকান সংগীতশিল্পী টেইলর সুইফট। ১৭০ মিলিয়ন ডলার আয় করে তিনি ২০১৬ সালে ফোর্বস ম্যাগাজিনে শীর্ষস্থানটি অর্জন করলেন। ফোর্বস ম্যাগাজিনে চলতি বছরে শোবিজ তারকাদের মধ্যে আরও আছেন পপস্টার ম্যাডোনা। যার অবস্থান ১২ নম্বরে। এছাড়া ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো(চার নম্বর), বাস্কেট বল খেলোয়ার লেব্রন জেমসও(১১নম্বর) আছেন এই তালিকায়। অন্যদিকে বলিউড থেকে শুধুমাত্র জায়গা পেয়েছেন দুই তারকা। ৩৩ মিলিয়ন ডলার আয় করে ৮৬তম স্থানে আছেন শাহরুখ খান এবং ৩১.৫ মিলিয়ন ডলার আয় করে ৯৪তম স্থানে আছেন অক্ষয় কুমার।
শাহরুখ খানের জায়গা পাওয়া প্রসঙ্গে বক্স অফিসে তার দাপটের কথাই তুলে ধরেন ফোর্বস কর্তৃপক্ষ। যদিও তার অভিনীত সর্বশেষ দুটি ছবি ‘দিলওয়ালে’ ও ‘ফ্যান’ খুব একটা দাপট দেখাতে পারেনি। উল্টো ‘ফ্যান’ ছবিটি খোদ ভারতেই ফ্লপ হয়েছে। তবে অক্ষয়ের জায়গা পাওয়াটা নতুন কোনো ঘটনা নয়। গত বছরেও ফোর্বস ম্যাগাজিনের মতে পারিশ্রমিক পাওয়ার ক্ষেত্রে ৭৬তম স্থানে ছিলেন এই বলি তারকা। তার সম্পর্কে বলা হয়, বলিউডের সবচেয়ে ব্যস্ততম অভিনেতা অক্ষয়। এছাড়া তার প্রায় সব সিনেমাই মোটামোটি বক্স অফিসে হিট খেতাব পায়। প্রসঙ্গত, গত বছরে ‘ফোর্বস’-এর ইন্ডিয়া ভার্সনের মতে বলিউডের মধ্যে এক নম্বর ধনী নির্বাচিত হয়েছিলেন শাহরুখ খান। আরও নাম ছিল অমিতাভ, অক্ষয় ও সালমান খানের।