Sat. Sep 13th, 2025
Advertisements

45খোলা বাজার২৪, বুধবার, ১৩ জুলাই ২০১৬: ভারতে এর আগে দু’বার এসেছেন প্রচারণামূলক কার্যক্রমে অংশ নিতে। এবার রোনালদিনহো আসতে পারেন খেলতে।
ভারতে আসন্ন প্রিমিয়ার ফুটসাল লীগের উদ্বোধনী আসরে ব্রাজিলের সাবেক প্লেমেকার রোনালদিনহোর সঙ্গে খেলতে দেখা যাবেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক খেলোয়াড় ও সহকারী কোচ রায়ান গিগস, হার্নান ক্রেসপো এবং পল স্কলেসকে।
১৫ জুলাই শুরু হবে এ টুর্নামেন্ট। ভারতের টেস্ট ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি ফুটসাল লীগের শুভেচ্ছাদূত। ইতিমধ্যে সাবেক পর্তুগিজ তারকা লুইস ফিগোর সঙ্গে একটি বিজ্ঞাপনে অংশ নিয়েছেন কোহলি। ফুটসালের প্রচারণায় সেই বিজ্ঞাপন ভারতের বিভিন্ন চ্যানেলে দেখানো হচ্ছে।
এদিকে বার্সেলোনার সাবেক ব্রাজিলীয় মিডফিল্ডার রোনালদিনহো গত বছরের সেপ্টেম্বরে স্বদেশী ক্লাব ফ্লুমিনেন্স ছাড়ার পর থেকে বেকার রয়েছেন। ৩৬ বছর বয়সী ব্যালন ডি’অরজয়ী রোনালদিনহো এরপর আর কোনো ক্লাব পাননি। তাই ফুটসালে খেলার সম্ভাবনা উজ্জ্বল ব্রাজিলের এই বিশ্বকাপজয়ী তারকার।
৪১ বছর বয়সী সাবেক আর্জেন্টাইন স্ট্রাইকার হার্নান ক্রেসপো ২০১২-তে পারমার হয়ে খেলার পর অবসর নেন। আর ম্যানইউর হয়ে ৬৭২ ম্যাচ খেলা গিগস সম্প্রতি ক্লাবের সঙ্গে দীর্ঘ ২৯ বছরের সম্পর্ক ছিন্ন করেছেন। ম্যানইউতে সর্বশেষ তিনি সহকারী কোচ ছিলেন।