Sat. Sep 13th, 2025
Advertisements

15kখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০১৬: কুম্বলে কোচ হবার আগেই জানিয়েছিলেন বোলিং কোচের জন্য তার প্রথম পছন্দ জহির খানকে। তবে এরপর আলোচনাটা আর এগোয়নি।
ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে জহির খানই হচ্ছেন ইশান্ত-শামিদের বোলিং কোচ। সবকিছু ঠিক থাকলে মাসখানেকের ভেতরেই জহিরের নিয়োগ চূড়ান্ত হবার কথা।
ভারতীয় কোচ নির্বাচক কমিটির সদস্য সৌরভ গাঙ্গুলীও নাকি পেতে চাইছেন জহিরকে। এ বিষয়ে অবশ্য খোলামেলা কোনো কথা বলেন নি সৌরভ।
তিনি বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। এটা বিসিসিআই আর কুম্বলের উপরই নির্ভর করছে। যতটুকু আমি জানি কুম্বলে যেহেতু নিজেই একজন বোলার তাই সে বোলিং কোচ নিয়োগের ক্ষেত্রে কিছুটা কালবিলম্ব করছে। আর বোলিং কোচ নির্বাচনের ক্ষেত্রে আমার, শচীন বা লক্ষণের কিছু করা নেই।’
কোচ হিসেবে অবশ্য জহিরের অভিজ্ঞতা বেশ ভালো। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নবম আসরে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন তিনি।
৯২ টেস্ট ৩১১ ও ২০০ ওয়ানডেতে ২৮২ উইকেটে নিয়েছেন জহির খান।