Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

9খোলা বাজার২৪, শনিবার, ১৬ জুলাই ২০১৬ এই নীল মণিহার’, ‘আমায় ডেকো না’, ‘আগে যদি জানতাম’, ‘আবার এলো যে সন্ধ্যা’- এ রকম অসংখ্য গানের সুরকার ও সংগীত পরিচালক বাংলাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী লাকী আখন্দ।
দীর্ঘদিন ধরেই অসুস্থ তিনি। ফুসফুসের ক্যানসারে আক্রান্ত এই শিল্পীকে গতকাল শুক্রবার বারডেম হাসপাতাল থেকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁর চিকিৎসার জন্য দ্রুত বড় পরিমাণ অর্থের প্রয়োজন। এ জন্য সরকার ও ভক্তদের কাছ থেকে আর্থিক সহযোগিতা চেয়েছেন তিনি।
লাকী আখন্দ বলেন, ‘বর্তমানে আমার আর্থিক সহযোগিতা অনেক বেশি প্রয়োজন। তাই সরকার ও কাছের মানুষদের কাছ থেকে সেটা প্রত্যাশা করছি। আমার কাছের কিছু মানুষজন আর্থিক সহযোগিতা আমাকে দিয়েছেন। কিন্তু আমার চিকিৎসার জন্য আরো অনেক অর্থ প্রয়োজন। সবাই আমার জন্য দোয়া করবেন।’
গত বছরের ১ সেপ্টেম্বর লাকী আখন্দকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তখনই তাঁর ফুসফুসে ক্যানসার ধরা পড়ে। এরপর তাঁকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে ভর্তি করা হয়।
ব্যাংককের পায়থাই হাসপাতালে তাঁর লিভারে অস্ত্রোপচার করা হয়। এরপর দেশে এসে কিছুদিন থাকার পর গত বছরের নভেম্বরে আবারও ব্যাংককে গিয়ে ছয়টি কেমো নিতে হয়েছিল তাঁকে। কেমো শেষ করে চলতি বছরের ২৬ মার্চ দেশে ফেরেন তিনি।
দেশে ফেরার পর বেশ সুস্থ ছিলেন লাকী আখন্দ। নতুন করে কাজও শুরু করে দিয়েছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই সপ্তাহ খানেক ধরে তাঁর কোমর ব্যথা হচ্ছিল। তাই আবারও তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
লাকী আখন্দকে আর্থিক সহায়তা পাঠানোর জন্য যোগাযোগের ঠিকানা :
ডাচ বাংলা ব্যাংক : অ্যাকাউন্ট নম্বর ১৬২.১০১.১৩৭৩৫৯
উত্তরা ব্যাংক লিমিটেড : অ্যাকাউন্ট নম্বর : এস বি ১৪৭৬
ব্যাংকক ব্যাংক, থাইল্যান্ড : অ্যাকাউন্ট নম্বর: ১১৩.৪.৯১৮৬৮