খোলা বাজার২৪, রোববার, ১৭ জুলাই ২০১৬: পাগলা ঘোড়ার মতো ছুটছে বলিউড সুপারস্টার সালমান খানের নতুন সিনেমা ‘সুলতান’। মুক্তির কয়েকদিনেই গড়ে ফেলেছে অনেক রেকর্ড।
শুধু ভারতেই নয়, সালমানের সিনেমা মুক্তি পেয়েছে দেশের বাইরেও। সালমানের সিনেমা মানেই হিট। সেই হিটের তালিকায় প্রবেশ করেছে সুলতানও।
সুলতানে মজেছেন ভাইজানের ভক্তরা। শুধু সালমান ভক্তরাই নন, বলিউড তারকারাও সালমানের এই ছবি দেখে মুগ্ধ। সেই মুগ্ধ তারকাদের মধ্যে রয়েছেন রণবীর সিংও।
সম্প্রতি প্যারিসের একটি সিনেমা হলে বসে ‘সুলতান’ দেখছিলেন রণবীর। ফিল্মের ‘বেবি কো বস পছন্দ হ্যায়’ গানটি শুরু হওয়া মাত্র চেয়ার ছেড়ে উঠে নাচতে শুরু করেন রণবীর। উপস্থিত অন্য দর্শকের নজর সিনেমার স্ক্রিন থেকে সরে গিয়ে পড়ে রণবীরের উপর। মুগ্ধ রণবীর তখনও নেচে চলেছেন মনের আনন্দে।
ভারতীয় গণমাধ্যমের খবর, রণবীরের এমন আচরণের খবর পৌঁছায় সালমানের কানেও। তাকে এবিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, রণবীর এই আচরণের খবর শুনে ওর মাথায় আমার চেয়ার ভাঙতে ইচ্ছে করছিল। ‘সুলতান’ দেখতে চাও দেখো, কিন্তু শারীরিক কলা-কৌশল দেখাতে যেও না। ওখানে উপস্থিত দর্শকরা তো ‘সুলতান’ দেখছেন না, দেখছেন রণবীরকে। এর জন্য ওর কাছ থেকে আমাদের টাকা চাওয়া উচিৎ।
সালমানের গলার সুরটি অবশ্য ছিল রসিকতার। কিন্তু সত্যিই কি রসিকতা করতে চাইছিলেনে সালমান, নাকি তিনি রীতিমতো ক্ষুব্ধ রণবীরের আচরণে? সেই নিয়ে বিতর্ক চলছে বলিউডের অন্দরমহলে।
তবে সালমানের এমন মন্তব্যের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।