খোলা বাজার২৪, বুধবার, ২০ জুলাই ২০১৬: অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়ির রান্নাঘরে আগুন! গতকাল রাত সাড়ে ৯টা নাগাদ সেখানে আগুন লাগে। বাড়ির নিরাপত্তারক্ষীরাই অগ্নি নির্বাপণ ব্যবস্থার সাহায্যে প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করেন। খবর পেয়ে কলকাতার বালিগঞ্জ ফাঁড়ির কাছে পি ১৯ নম্বর বালিগঞ্জ প্লেসে, টলিউড সুপারস্টারের বাড়িতে যায় দমকলের চারটি ইঞ্জিন। আধঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যান মেয়র শোভন চট্টোপাধ্যায়। তাঁর কাছ থেকে জানা গেছে, রান্নাঘরের একটি চিমনি থেকেই আগুন লাগে। বাড়ির অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে চেষ্টা করায় তাড়াতাড়ি আগুন নেভানো সম্ভব হয়েছে।