খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ২১ জুলাই ২০১৬: সিনেমার অসম বিনিময় মেনে নেবেন না বলে জানিয়েছেন ঢালিউড কিং শাকিব খান। কাল বুধবার দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) মূল ফটকের বিপরীতে ভারতীয় সিনেমা আমদানির প্রতিবাদে মানববন্ধনে অংশ নেন তিনি। এ সময় এ কথা বলেন শাকিব।
আগামী ২২ জুলাই বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল কলকাতার ‘কেলোর কীর্তি’ শিরোনামের সিনেমাটি। সাফটা চুক্তিতে আমদানি ও রপ্তানির সঠিক নিয়মকানুন না মানার কারণে ইতোমধ্যে সিনেমাটি প্রদর্শনে স্থগিতাদেশ দিয়েছেন আদালত। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত এ সিনেমার প্রচারণা বা বাংলাদেশে সেন্সর বোর্ডের ছাড়পত্র পাবে না। এই সিনেমার আমদানিকে কেন্দ্র করেই আন্দোলনে নেমেছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলোর নেতা-কর্মীরা।
মানব বন্ধনে বাংলাদেশ শিল্পী সমিতির সভাপতি শাকিব খান বলেন, ‘আমরা কখনো সিনেমা বিনিময়ের পক্ষে ছিলাম না, এখনো নেই, ভবিষ্যতেও থাকব না। আমরা ঈদের আগে তথ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছিলাম কিন্তু হঠাৎ দেখি কলকাতায় মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা বাংলাদেশে মুক্তির অনুমতি পেয়ে গেছে। আমরা এমন অসম বিনিময় মেনে নেব না।’
তিনি আরো বলেন, ‘বিনিময়ের নামে আমাদের অসম প্রতিযোগিতার সামনে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। কলকাতার নতুন একটি সিনেমা আমাদের এখানে মুক্তি দিচ্ছে আর কলকাতায় চালানোর জন্য আমাদের দেশের পুরোনো একটি সিনেমা নিয়ে যাচ্ছে। প্রত্যন্ত অঞ্চলে তারা দু-একটা হলে আমাদের সিনেমা প্রদর্শন করছে। তাদের সিনেমা আমাদের দেশব্যাপী মুক্তি দিয়ে টাকা নিয়ে যাচ্ছে। আমরা এর আগে তথ্যমন্ত্রী, তথ্যসচিবের সঙ্গে একাধিকবার বসেছি, ওনারা আমাদের আশ্বস্ত করেছেন। কিন্তু কোনো কিছু পরোয়া না করে এরই মধ্যে কিছু সিনেমা আমাদের দেশে চলে এসেছে। গতকাল হাইকোর্ট একটি সিনেমার প্রদর্শনের স্থগিতাদেশ আদেশ দিয়েছেন। আমরা এর স্থায়ী সমাধান চাই।’
ংধশরনআজকের কর্মসূচির পর সরকার নতুন করে বিষয়টি নিয়ে ভাববেন ও বিবেচনা করবেন বলেও শাকিব আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরো জানান, ঈদুল ফিতরে দেশিয় চলচ্চিত্রে সম্ভাবনার নতুন দৃশ্য দেখা গেছে। সারাদেশের প্রেক্ষাগৃহে দর্শকদের উপস্থিতি চলচ্চিত্রে সুদিনের কথাই বলছে। এমতাবস্থায় কোনো ধরণের ষড়যন্ত্র কার্যকর হতে দেবেন না বলেও জানান তিনি।
মানব বন্ধনে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার, চিত্রনায়ক ওমর সানি, অমিত হাসান, অভিনেত্রী অঞ্জনা প্রমুখ।