খোলা বাজার২৪, শনিবার, ২৩ জুলাই ২০১৬: বলিউড অভিনেতা রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনের প্রেমের গুঞ্জনে মুখরিত বলিপাড়া। কিন্তু তাদের মধ্যে সম্পর্কের কথা সব সময়ই অস্বীকার করে এসেছেন এ জুটি।
দুজনের বিয়ে এবং বাগদান নিয়ে কয়েকদিন থেকেই চলছে নানা গুঞ্জন। তবে এগুলো সত্যি নয় বলে জানান দীপিকা। রণবীর সিংকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনিও বিরক্তি প্রকাশ করে জানিয়েছন, সব বাজে কথা। তবে সকলের সামনে রণবীর কাপুরকে চুমু দিয়ে সেই গুঞ্জনকে আরো একটু উসকে দিলেন দীপিকা।
সম্প্রতি ইরফান খান অভিনীত মাদারি সিনেমার বিশেষ প্রদর্শনীতে হাজির হয়েছিলেন দীপিকা-রণবীর। সিনেমা দেখা শেষ করে বিদায় নেওয়ার সময় রণবীরকে চুমু দেন বাজিরাও মাস্তানি খ্যাত এ অভিনেত্রী।
তবে এবারই প্রথম নয়। এর আগেও প্রকাশ্যে রণবীর সিংকে চুমু খেয়েছেন দীপিকা। গত বছর অক্টোবরে মুম্বাইয়ের একটি এয়ারপোর্টে চুম্বনরত অবস্থায় দেখা গিয়েছিল এ জুটিকে। তারপর গত বছর ডিসেম্বরে তামাশা সিনেমার সফলতার পার্টিতে রণবীরকে চুমু দিয়েছিলেন পিকু অভিনেত্রী।